দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কেনায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির ও সাধারণ সম্পাদক আহমেদ আহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্দেশনা অমান্য করায় ও সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর তিনি তৃণমূল বিএনপিতে যোগ দেন বলে জানা যায়।
তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি নিশ্চিত করে আনোয়ার হোসেন মঞ্জু জানান, তাকে বহিষ্কারের আগে তিনি নিজেই স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন।’
আনোয়ার হোসেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির ঢাকার প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন। এ নিয়ে প্রথম আলোর অনলাইনে ২৩ নভেম্বর ‘স্বেচ্ছাসেবক দলের নেতা তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনলেন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গতকাল আনোয়ার হোসেন তাঁর ফেসবুক পোস্টে বলেন, তিনি দীর্ঘ দিন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন। বিগত ১৫ বছর মামলা, হয়রানি ও যন্ত্রণা উপেক্ষা করে পথচলার চেষ্টা করেছেন। তবে কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন