আত্মঘাতী গোলে হার এড়াল বার্সেলোনা

আবারো পয়েন্ট হারাল বার্সেলোনা। লিগ ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে করেছেন ১-১ গোলে ড্র। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ভায়েকানোই। তবে শেষ দিকে এসে বার্সেলোনাকে আত্মঘাতী গোল উপহার দেয় স্বাগতিকরা।

 

পয়েন্ট হারানোয় রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে উঠে আসার সুযোগ কাজে লাগাতে পারল না জাভি এর্নান্দেসের দল। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিনে কাতালানরা। এক ম্যাচ কম খেলা জিরোনা ৩৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে এবং ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। 

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে সেভাবে আক্রমণে যেতে পারেনি বার্সেলোনা।

বলের দখল নিজেদের পায়ে রাখলেও সুযোগ তৈরি করেছে বেশি ভায়েকানোই। যার সুবাদে গোলও পেয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে উনাই লোপেজ জালের দেখা পান।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা।

আক্রমণের পর আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিলেন না লেভানদোস্কি, পেদ্রিরা। ৮২ মিনিটে বার্সেলোনাকে গোল উপহার দেয় ভায়েকানো। লেভানদোস্কির শট ভায়েকানো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজিউনের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এতে হার এড়িয়ে স্বস্তির এক পয়েন্ট পায় বার্সেলোনা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন