সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেনের নাম নিয়ে ফেসবুকে ঝড়

সিলেটবাসীর অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আগামী ১ ডিসেম্বর স্বল্পবিরতির আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার মধ্য দিয়ে। তবে, ট্রেন চালুর আগেই ট্রেনের নাম নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ট্রেনটি সুনামগঞ্জ জেলার কোনো উপজেলায় যাবে না জেনেও ওই এলাকার হাওরের নামে ট্রেনটির নামকরণ করায় সিলেটের নেটিজেনরা হতবাক। অনেকেই এটিকে হাস্যকর সিদ্ধান্ত বলেও অভিযোগ করছেন।

নেটিজেনদের দাবি, নতুন ওই ট্রেনের নামকরণ করতে হবে 'হাকালুকি এক্সপ্রেস' নামে। সিলেট ও মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর। সদ্য যুক্ত হওয়া ট্রেনটি মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের আওতাধীন কুলাউড়া উপজেলা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা হয়ে সিলেট শহরে যাবে। তাই ওই এলাকার হাকালুকি হাওরের নাম অনুসারে ‘হাকালুকি এক্সপ্রেস’ করার দাবি তাদের।

 

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা-সিলেট রুটে সদ্য যুক্ত হতে যাচ্ছে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’। এই ট্রেনের বিশেষত্ব হল ট্রেনটি মাত্র দুইটি স্টেশনে বিরতি নেবে। সিলেট থকে ছেড়ে এসে শ্রীমঙ্গলে এবং ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর স্টেশনে থামবে। সব মিলিয়ে সাড়ে ৫ ঘণ্টায় গন্তব্যে পৌঁছাবে ট্রেনটি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম তারিখ হতেই ট্রেনটি সিলেট-ঢাকা রুটে চলাচল শুরু করবে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চলছে আলোচনা সমালোচনা।

অনেকেই বলছেন এটা হাস্যকর একটা সিদ্ধান্ত। এই ট্রেন টাঙ্গুয়া বা ওই উপজেলার কোনো এলাকা দিয়ে যাতায়াত করবে না অথচ নাম টাঙ্গুয়া। এটার নাম হতে পারত হাকালুকি এক্সপ্রেস। যে অঞ্চলে ট্রেনটি চলবে এই হাকালুকি সেই অঞ্চলের সবচেয়ে বড় জলাভূমি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই জলাভূমির নামে অন্তত ট্রেনটির নাম রাখা যেতো। এই টাঙ্গুয়া এক্সপ্রেস নাম রাখা আসলে এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতাকেই প্রকাশ করে। যা হাস্যকর।

 

একাধিক ফেসবুক ব্যবহারকারী ট্রেনের নামকরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা লিখেছেন, সুনামগঞ্জ জেলার ধারে কাছেও যাবে না যে ট্রেন সেই ট্রেনের নাম দিয়েছেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নামে 'টাঙ্গুয়ার এক্সপ্রেস'। অথচ ট্রেনটি প্রায় পুরো সিলেট অংশে বৃহত্তর হাকালুকি হাওরের উপর দিয়েই যাতায়াত করবে। সে অনুযায়ী নামকরণটা 'হাকালুকি এক্সপ্রেস' হলে মানানসই হতো।

তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ। অনেকেই মনে করেন ট্রেনের নাম কী তা নিয়ে এতো হৈচৈয়ের কিছু দেখি না। বরং, সিলেট-ঢাকা রুটে আরেকটি ট্রেন সংযুক্ত হয়েছে এই বিষয়টিকে অভিবাদন জানানো উচিত। হাকালুকি, টাঙ্গুয়া এই দুটিই সিলেটের ঐতিহ্য। অন্তত সিলেট পর্যন্ত ডাবল লাইন ট্রেন চালু হলে এ অঞ্চলে ট্রেনের আরও সুবিধা পাবেন সাধারণ মানুষ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন