আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন মহামানব হযরত মুহম্মদ (সা.) মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেযারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তারা এসব কথা বলেন।
তারা বলেন, প্রিয় নবী (সা.)-এর আবির্ভাব ও ইসলামের শান্তির বাণীর প্রচার সারাবিশ্বে আলোড়ন তুলেছিল। সারাবিশ্ব যখন আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল তখন আল্লাহ তায়ালা তার প্রিয় নবীকে বিশ্বজগতের রহমত হিসেবে পাঠিয়েছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবুয়তের শেষ এই নবী।
নেতৃদ্বয় বলেন, মহানবী (সাঃ)-এর দেখানো পথ ও আদর্শ অনুসরণেই নিহিত মানবজাতির অফুরন্ত কল্যাণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন