জার্মানিতে অনিয়মিত অভিবাসন কমেছে ‘প্রত্যাশার চেয়ে বেশি’

পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের পর জার্মানিতে অনিয়মিত অভিবাসনের হার ৪০ শতাংশ কমেছে বলে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম।

জার্মান সংবাদমাধ্যম ভেল্ট আম সনটাগ এ বিষয়ে তথ্য জানতে চেয়ে যোগাযোগ করেছিল ফেডারেল পুলিশের সঙ্গে। পুলিশ জানিয়েছে, ১৬ অক্টোবরের পর থেকে দিনে ৩০০টিরও কম অনিয়মিত সীমান্ত প্রবেশের ঘটনা লিপিবদ্ধ করেছে তারা। এর আগের ৩০ দিনে এই সংখ্যা ছিল দিন ৭০০-এর কাছাকাছি।

 

 

১৬ অক্টোবরের আগের ৩০ দিনে এই তিন দেশ ও অস্ট্রিয়া সীমান্তে মোট ১৮ হাজার ৪৯২টি অনিয়মিত প্রবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে। অস্ট্রিয়া সীমান্তে ২০১৫ সাল থেকেই নিয়ন্ত্রণ রয়েছে।

অন্যদিকে ১৬ অক্টোবরের পর থেকে ৩০ দিনে মোট অনিয়মিত প্রবেশের সংখ্যা ৪০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৯ জনে।

‘প্রত্যাশার চেয়ে বেশি’
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার গত মাসে ইউরোপীয় কমিশনকে তিন সীমান্তে নিয়ন্ত্রণ আরোপর কথা জানিয়েছিলেন।

এর পর থেকে নিয়ন্ত্রণের সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।

 

সাক্সনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরমিন শুস্টার ভেল্ট আম সনটাগকে বলেছেন, এই সীমান্ত নিয়ন্ত্রণ ‘প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে’।

পুলিশ অবশ্য এর পেছনে অন্য একটি কারণও দেখছে। হাঙ্গেরি সীমান্তে সার্বিয়াও কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করেছে।

বলকান রুটে আসা অনিয়মিত অভিবাসীদের অনেকেরই লক্ষ্য থাকে জার্মানিতে আসার।

 

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই লাখ ৩৪ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বেশি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন