সিলেটে এবারো মেয়েরা এগিয়ে

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%। রবিবার বেলা আড়াইটায় শিক্ষা বোর্ডে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল। 

 

 

 

তিনি জানান- এবার সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৯৯ জন।

সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে দুইটিতে এগিয়ে মেয়েরা।

এ বছর সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এরমধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬ জন। 

 

তাদের মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে। এদিকে, জিপিএ-৫ পেয়েছে ১৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও মেয়ে ৮৮০ জন।

গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৮২ টি। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৮১ জন।


২০২৩ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩০৮টি কলেজের শিক্ষার্থী। 

 

সিলেটে গত বছরের তুলনায় চলতি বছর ১৬ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী বেড়েছে। প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪টি।
এবার নিয়মিত এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ৭৪ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ছেলে ৩০ হাজার ৩১৫ জন এবং মেয়ে ৪৩ হাজার ৯৯৬ জন। এছাড়া, মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ৫৯ জন।

 

পরীক্ষার পরিসংখ্যান থেকে জানা যায়, এবার মানবিক বিভাগ থেকে ৫৮ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাদের মধ্যে ছেলে ২৩ হাজার ১৪৬ এবং মেয়ে ৩৫ হাজার ১৬৬ জন। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ৪৫৯ জন এবং মেয়ে ৭ হাজার ৪৩৯ জন। এছাড়া, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে ছেলে ৫ হাজার ৬৫৫ জন এবং মেয়ে ৬ হাজার ৩৫৯ জন। 

 

পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে আছে সিলেট জেলা। এ জেলায় ৩৪ হাজার ৬১২ জন পরীক্ষার্থী অংশ নেবে। মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ৫৪১, সুনামগঞ্জে ১৫ হাজার ৮১১ এবং হবিগঞ্জে ১৫ হাজার ২৬০ জন শিক্ষার্থী রয়েছে।

গত বছর সিলেট বোর্ডের অধীনে ৩০৪টি কলেজের ৬৬ হাজার ৪৯১ জন এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নিলেও এবার আরো ৪টি কলেজ বেড়েছে। 

জেলাওয়ারি কলেজ সংখ্যা সিলেটে ১৫০, হবিগঞ্জে ৪৯, মৌলভীবাজারে ৪৯ এবং সুনামগঞ্জের ৬০টি। 

 

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এরমধ্যে সিলেট জেলায় কেন্দ্রসংখ্যা ৩৩টি, সুনামগঞ্জে ২১টি, মৌলভীবাজারে ১৪টি এবং হবিগঞ্জে ১৮টি কেন্দ্র রয়েছে।

 

২০২২ সিলেট বোর্ডের অধীন ৬৬ হাজার ৪৯১ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ১২২ জন। পাসের হার ছিল ৮১ দশ‌মিক ৪০। ২০২২ সালে সিলেট বোর্ডের অধীন ৪ হাজার ৮৭১ জন জি‌পিএ-৫ পেয়েছেন। গত বছর জি‌পিএ-৫ প্রা‌প্তির সংখ্যা ছিল ৪ হাজার ৭৩১। আর ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৮০। এর আগে ২০২০ সালে অটোপ্রমোশন দেওয়ায় পাশের হার ছিল শতভাগ।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন