মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের আলিম পরীক্ষার ফলাফলে শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা। এ মাদ্রাসায় পাসের হার শতভাগ। এ বছর এ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন ৬৭ জন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর শীর্ষ এ দ্বীনি প্রতিষ্ঠান থেকে কোন জিপিএ-৫ আসেনি। জিপিএ-৪ এ গ্রেড পেয়েছেন ১৮জন।
বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহীল বাকী চৌধুরী বলেন, বিয়ানীবাজারে আলিম পরীক্ষায় ভাল ফলাফল করেছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার জিপিএ-৫ না আসলেও কৃতকার্য সকলের জন্য আমার দোয়া রইল।
শতভাগ পাশের সাফল্যে এই প্রতিষ্ঠান প্রধান বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য পৃথকভাবে ক্লাস, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, বিশেষ তদারকি ও নিয়মিত অভিভাবক সম্মেলনের ব্যবস্থা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন