সৈয়দ নাজমুল হাসান, ঢাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন হাজী মোহাম্মাদ সেলিমের বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মাদ সোলায়মান সেলিম। এই আসনে বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মাদ সেলিমের পরিবর্তে মনোনয়ন তুলে দেয়া হয়েছে তারই বড় ছেলে সোলায়মান সেলিমের হাতে।
আজ রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভেনিউ এর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কেবল হাজী মোহাম্মাদ সেলিমের পরিবার থেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনজন। হাজী মোহাম্মাদ সেলিম ছাড়াও তার দুই ছেলে মোহাম্মাদ সোলায়মান সেলিম ও ইরফান সেলিম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এছাড়া, ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, গোলাম মোস্তফা, মাহমুদুল হাসান, সঙ্গিতা বিশ্বাস, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ হাসিবুর রহমান মানিক, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ, নাজমুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, মুসফিকুর রহমান, মিল্টন শিকদার, এডভোকেট মৌসুমি বেগম ঢাকাইয়া।
সোলায়মান সেলিম বলেন, "আমার বাবা তিনবার এই আসনে নির্বাচিত হন। উনি জননেত্রি শেখ হাসিনার সহযোদ্ধা এবং বাংলাদেশ আওয়ামীলীগের দুর্দিনের একজন কর্মী হিসেবে বারবার পরীক্ষায় সফল হয়েছেন। আমি মনে করি ত্যাগী নেতাদের মধ্যে তিনি দশের মধ্যে একজন।আমার থেকে অভিজ্ঞ অনেক রাজনীতিবিদ এ আসন থেকে নমিনেশন চেয়েছেন। প্রধানমন্ত্রী যেহেতু আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন।আমি চেষ্টা করবো এই নির্বাচনকে সুষ্ঠু ভাবে পরিচালনা করবো।"
তিনি আরও বনেন, "কারণ, আমার বাবা দলের প্রতি সব সময় অনুগত ছিলেন। এ ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা স্মার্ট বাংলাদেশকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে চাই।"
এদিকে, ঢাকা ৭ আসনে মোহাম্মাদ সোলায়মান সেলিম এর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগের নেতাকর্মী, এলাকাবাসীরা ফুল নিয়ে অপেক্ষা করেন ঢাকা ৭ আসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে।
মনোনয়ন পাওয়ার পরপরই মোহাম্মাদ সোলায়মান সেলিম বাবাকে নিয়ে সরাসরি বঙ্গবন্ধু এভেনিউ থেকে মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে ছলে যান আজিমপুর কবর স্থানে। এর তিনি ছলে আসেন গাড়ির বহর সহকারে ঢাকা ৭ আসনের রাজনৈতিক কার্যালয়ে। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পুরো এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন