পুরুষ আর নারী সমান নয় : নীনা গুপ্তা

‘নারীবাদ’ শব্দটিকে ফালতু বলেই দাবি করলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনেত্রীর মতে, ফেমিনিজমে যে বারবার বলা হয় পুরুষ নারী সমান সমান, সেটা ঠিক নয়। কারণ পুরুষরা সন্তানের জন্ম দিতে পারেন না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নীনা গুপ্তা।

একই সঙ্গে তিনি পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রেই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া কতটা জরুরি সেটিও বলেছেন। 

 

রণবীর আল্লাহবাড়িয়ার শো’তে হাজির হয়ে নীনা গুপ্তা বলেন, ‘ফালতু নারীবাদে বিশ্বাস করতে হবে এটা জরুরি নয়। নারীরা পুরুষদের সমান সেটাও বিশ্বাস করতে হবে না। তার বদলে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া জরুরি দুজনেরই, সেটায় মন দেওয়া প্রয়োজন।

কাজে ফোকাস করা উচিত।’

 

1

নীনা গুপ্তা

অভিনেত্রী আরও বলেন, ‘আপনি গৃহিনী হলেও সেটাকে খাটো করে দেখবেন না। এটাও একটু গুরুত্বপূর্ণ রোল। নিজের আত্মাসম্মানকে বাড়ান, নিজেকে খাটো মনে করবেন না।

 তবে এটাও মনে রাখবেন পুরুষ এবং নারীরা এক নন। যেদিন পুরুষরা সন্তান প্রসব করতে পারবেন সেদিন দুজনে সমান হবে।’

 

নারীদের পুরুষের প্রয়োজন হয় কেন? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে নীনা বলেন, ‘একবার ভোর ছয়টায় আমার ফ্লাইট ছিল। তখন আমার কোনো প্রেমিক ছিল না। আমি একা ভোর চারটে নাগাদ যখন বাড়ি থেকে বের হই।

একজন আমায় ফলো করতে শুরু করেন। আমি ভয়ে বাড়ি চলে আসি। পরদিন সেই এক ফ্লাইট আবার বুক করি, কিন্তু একজন পুরুষ বন্ধুর বাড়িতে থেকে যাই সেদিন। ও আমায় বিমানবন্দর ছেড়ে দেয় সেদিন। ফলে আমার জীবনে পুরুষের প্রয়োজন আছে।’

 

নীনা গুপ্তাকে সর্বশেষ দেখা গেছে ‘বধ’ চলচ্চিত্রে। এতে আরো অভিনয় করেছেন সঞ্জয় মিশরা ও মানব ভীজ। সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পেলেও দর্শক সমালোচকদের প্রশংসা পেয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন