ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের মোট চারজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এদের মধ্যে উত্তর গাজা ব্রিগেডের কমান্ডারও রয়েছেন।
আহমাদ আল-গান্দোর ছিলেন কাসাম ব্রিগেডসের সর্বোচ্চ নেতা। ধারণা করা হচ্ছে, অক্টোবরের ৭ তারিখে ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টাহামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।
আল-গান্দোরের নিহত হওয়ার তথ্যটি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নিজেদের চ্যানেলে জানিয়েছে কাসাম ব্রিগেডস। তবে কখন ও কোথায় তিনি মারা গেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগেও ইসরায়েল অন্তত তিনবার আল-গান্দোরকে হত্যার চেষ্টা করেছে। ওয়াশিংটনের কাউন্টার টেররিস্ট প্রজেক্টের তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকেই নানা সময়ে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা চালিয়ে আসছিল।
এ ছাড়া আরো তিন শীর্ষস্থানীয় নেতার মৃত্যুর তথ্যও জানিয়েছে কাসাম ব্রিগেডস। এদের একজন হচ্ছেন আয়মান সিয়াম। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিয়াম ছিলেন কাসাম ব্রিগেডসের রকেট পরিচালনা বিভাগের প্রধান।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন