বাংলাদেশের সঙ্গে ‘হাড্ডাহাড্ডি লড়াই’ হবে নিউজিল্যান্ডের

শুধু টেস্ট ক্রিকেটই নয়, নিজেদের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের অর্জনের তালিকায় ওপরের দিকে থাকবে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। পূর্ণশক্তির কিউইদের তাদের ঘরের মাঠে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ দল। কাল মুখোমুখি লড়াইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে দুই দল। পরিসংখ্যান-শক্তিমত্তায় বাংলাদেশের থেকে এগিয়ে থাকলেও এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন টিম সাউদি।

 

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘পয়েন্ট নিয়ে যাওয়া সহজ হবে না। বাংলাদেশ ভালো দল। বিশেষ করে এই কন্ডিশনে। এই টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

 

এই সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। তামিম ইকবাল, সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, লিটন দাসও নেই। সাকিব-লিটনদেরর না থাকা বাংলাদেশ দল অনুভব করলেও নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন সাউদি।

সাউদি বলেন, ‘দীর্ঘ দিন ধরেই সাকিব একজন গ্রেট খেলোয়াড়।

বছরের পর বছর ধরে একজন গ্রেট বাংলাদেশি ক্রিকেটার। লিটনও একজন ক্লাস খেলোয়াড়। অতীতে আমাদের বিপক্ষে সে ভালো খেলেছে। তাদের বাংলাদেশ হয়ত মিস করবে। তবে তাদের এই অনুপস্থিতি অন্য কারও জন্য নিজের জায়গা পোক্ত করার সুযোগ।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন