নিউইয়র্কের গুরুদ্বারে ভারতের রাষ্ট্রদূতকে হেনস্থার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি গুরুদ্বারে হেনস্থার শিকার হলেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তেমনটাই দাবি করা হয়েছে। ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি মুখপাত্র আর পি সিং। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

তবে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত এটাও দাবি করা হয়নি যে ভিডিওটি ভুয়া।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় গেরুয়া রঙের পাগড়ি পরে গুরুদ্বারে গেছেন রাষ্ট্রদূত। তার পরই উত্তেজিত জনগণ তাঁকে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন ছুড়ে দিচ্ছে। বলা হচ্ছে, ‘আপনি নিজ্জরকে হত্যার জন্য দায়ী।

’ আরেকজন বলছেন, ‘আপনি পান্নুনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।’

 

প্রসঙ্গত, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যা এবং সে প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দাবি ঘিরে তলানিতে নেমেছিল ভারত ও কানাডার সম্পর্ক। কানাডার পক্ষ থেকে দাবি করা হয়, কানাডার মাটিতে নিজ্জরকে হত্যায় ভারতীয় এজেন্টদের হাত রয়েছে।

গুরুপরব উপলক্ষে রবিবার নিউ ইয়র্কের গুরুদ্বারটিতে গিয়েছিলেন সান্ধু।

তাঁকে ঘিরে ধরে হেনস্থা করার পর বাইরে বেরিয়ে আসেন তিনি। সে সময় দেখা যায়, গুরুদ্বার চত্বরের বাইরে এক ব্যক্তি খলিস্তানি পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

 

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাষ্ট্রদূতকে হেনস্থার নিন্দা করেছেন বিজেপি নেতারা। বিক্ষোভকারীদের ‘গুণ্ডা’ বলেও কটাক্ষ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বর মাসে স্কটল্যান্ডের গ্লাসগোর একটি গুরুদ্বারে খলিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে পড়েন সেখানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন