‘ফিল্মফেয়ার ওটিটি ২০২৩’ উঠল যাদের হাতে

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফিল্মফেয়ারকেই মর্যাদার হিসেবে সেরা বিবেচনা করা হয়। প্রতি বছর সেরা অভিনয়শিল্পী ও কলাকুশলী, টেকনিশিয়ানদের এই পুরস্কার প্রদান করে থাকে ফিল্মফেয়ার। সম্প্রতিক সময়ে ওটিটির রাজত্ব।

প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি এখন সবচেয়ে বড় অঙ্গন হয়ে উঠছে অভিনয় ও বাণিজ্যের জন্য। তাই ওটিটির সেরাদের স্বীকৃতি দিতে ২০২০ সাল থেকে শুরু হয় ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার। সেই ধারাবাহিকতায় এ বছরও ওটিটির সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি।

 

‘ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার ২০২৩’ সালে সেরার পুরস্কার হতে উঠেছে মনোজ বাজপেয়ী, আলিয়া ভাট, বিজয় ভার্মা, রাজকুমার রাওয়ের মতো তারকার হাতে।

নতুন অনেক মুখও জিতে নিয়েছে ব্ল্যাক লেডিকে। চলুন দেখে নেওয়া যাক, কাদের হাতে উঠল এবারের ফিল্মফেয়ার ওটিটির পুরস্কার।

 

সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম – সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা ওয়েব অরিজিনাল ছবির পরিচালক – অপূর্ব সিং কার্কি (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেতা – মনোজ বাজপেয়ী (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেতা (ক্রিটিক) – রাজকুমার রাও (মনিকা ওহ মাই ডার্লিং)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেত্রী – আলিয়া ভাট (ডার্লিংস)
সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম (ক্রিটিক) – লাস্ট স্টোরিজ (কঙ্কনা সেনশর্মা)
                                                  – ভাসান বালা (মনিকা ওহ মাই ডার্লিং)
ওয়েব অরিজিনাল ছবির সেরা অভিনেত্রী (ক্রিটিক) – শর্মিলা ঠাকুর (গুলমোহর)
                                                               – সানায়া মালহোত্রা (কাঁঠাল)
ওয়েব অরিজিনাল ছবির সেরা সহ-অভিনেতা – সূরজ শর্মা (গুলমোহর)
ওয়েব অরিজিনাল ছবির সেরা সহ-অভিনেত্রী – অম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২)
                                                        – শেফালি শাহ (ডার্লিংস)
সেরা সিরিজ – স্কুপ
সিরিজের সেরা পরিচালক – বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবিলি)
সেরা পরিচালক (ক্রিটিক) – রণদীপ ঝা (কোহরা)
সিরিজের সেরা অভিনেতা – সুভিন্দর ভিকি (কোহরা)
সিরিজের সেরা অভিনেতা (ক্রিটিক) – বিজয় ভার্মা (দাহাড়)
সিরিজের সেরা অভিনেত্রী – রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার)
সিরিজের সেরা অভিনেত্রী (ক্রিটিক) – কারিশ্মা তান্না (স্কুপ)
                                             – সোনাক্ষী সিনহা (দাহাড়)

সিরিজের সেরা সহ-অভিনেতা – বরুণ সোবতি (কোহরা)
সিরিজের সেরা সহ-অভিনেত্রী – তিলোত্তমা সোম (দিল্লি ক্রাইম- সিজন ২)
কমেডি সিরিজের সেরা অভিনেতা – অভিষেক বন্দ্যোপাধ্যায় (দ্য গ্রেট ওয়েডিং অফ মুন্নেজ)
কমেডি সিরিজের সেরা অভিনেত্রী – মানবী গাগরু (টিভিএফ ট্রিপলিং)
কমেডি সিরিজের সেরা সহ-অভিনেতা – অরুণাভ কুমার (টিভিএফ পিচার্স সিজন ২)
কমেডি সিরিজের সেরা সহ-অভিনেত্রী – শেরনাজ প্যাটেল (টিভিএফ ট্রিপলিং সিজন ৩)
সেরা কমেডি (সিরিজ / স্পেশালস) – টিভিএফ পিচার্স সিজন ২
সেরা নন-ফিকশনাল অরিজিনাল – সিনেমা মারতে দাম তক

সূত্র : ফিল্মফেয়ার

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন