সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিককে বের করতে বাকি অল্প সময়

আর কিছু সময়ের মধ্যেই ভারতের উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে বের করা হতে চলেছে ৪১ জন শ্রমিককে। তার পরই তাঁদের নিয়ে যাওয়া হবে জেলা হাসপাতালে। সেখানে শ্রমিকদের ভর্তি করাতে যাতে খুব বেশি দেরি না হয়, তাই সুড়ঙ্গ থেকে হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয়েছে গ্রিন করিডর। সুড়ঙ্গ থেকে বের করার পর অ্যাম্বুল্যান্সে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হবে উত্তরকাশীর জেলা হাসপাতালে।

 

মঙ্গলবার দুপুরে সুড়ঙ্গের বাইরে একে একে এসে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স। প্রস্তুত রয়েছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা। তাঁরা সুড়ঙ্গ থেকে উদ্ধার করে আনবেন শ্রমিকদের। এরপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর অ্যাম্বুল্যান্সে করে পৌঁছে দেবেন উত্তরকাশীর জেলা হাসপাতালে।

 

সুড়ঙ্গ থেকে ওই হাসপাতালে দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। জেলা হাসপাতালে পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে চপারের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো শ্রমিকের অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উড়িয়ে নিয়ে ঋষিকেশের এমস হাসপাতালে ভর্তি করানো হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরকাশী জেলা হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট, আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

শরীরের পাশাপাশি মনের চিকিৎসাও চলবে শ্রমিকদের।

 

গত ১২ নভেম্বর থেকে সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে।

যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। মঙ্গলবার দুপুরে সুড়ঙ্গের বাইরে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামীও।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন