ঐশ্বরিয়াকে একনজর দেখতে যে কাণ্ড করেছিলেন ইমরান!

বলিউডের ‘সিরিয়াল কিসার’ হিসেবেই পরিচিত তিনি। রোমান্টিক জনরায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে নিজের চিরাচরিত রোমান্টিক ইমেজ ভেঙে বর্তমানে অ্যাকশন অবতারেই বেশি দেখা যাচ্ছে তাকে। বলছিলাম ইমরান হাশমির কথা।

বলিউডে শীর্ষস্থানীর প্রায় অনেক নায়িকার সঙ্গেই কাজ করেছেন এই অভিনেতা। তবে এমন একজন অভিনেত্রী রয়েছেন, যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি ইমরানের। তবে তিনি তার সবচেয়ে প্রিয় অভিনেত্রী যাকে দেখার জন্য দেড় ঘন্টা তার ভ্যানিটি ভ্যানের বাইরে অপেক্ষা করেছিলেন ইমরান হাশমি!

 

ইমরান হাশমি সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি একবার ঐশ্বরিয়া রাইয়ের ভ্যানিটি ভ্যানের বাইরে ১.৫ ঘন্টা অপেক্ষা করেছিলেন তাকে এক ঝলক দেখার জন্য। কারণ তিনি ঐশ্বরিয়ার প্রতি মুগ্ধ ছিলেন।

 

1

কানেক্ট এফএম কানাডার সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনে ‘টাইগার ৩’ অভিনেতা শেয়ার করেছেন, ‘আমি ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতি মুগ্ধ ছিলাম। আমি যখন আমার কাজিন মোহিত সুরির সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি তখন আমি তার ভ্যানের বাইরে অপেক্ষা করতাম। আমি অন্তত দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলাম। আগে এমনটা করিনি।

এটা হাস্যকর। আমি তার ‘হাম দিল দে চুকে সানাম’ ফিল্ম দেখেছিলাম। তখন থেকেই আমি তার একজন বিশাল ভক্ত। আমি শুধু তাকে একনজর দেখতে চেয়েছিলাম।’

 

ইমরান একবার চ্যাট শো কফি উইথ করণে উপস্থিত হয়ে ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন।

পরে, ইমরান একই বিষয়ে একটি বিবৃতি দিয়েছিলেন এবং হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, ‘আমি এটা বলতে চাইনি। আমি ঐশ্বরিয়ার একজন বড় ভক্ত। এটি আসলে শো’টির ফরম্যাট ছিল। আমি কিছু না বললে গিফট হ্যাম্পার জিততে পারতাম না। তবে আমি ঐশ্বিরিয়াকে ভালোবাসি। আমি সবসময়ই তার কাজের একজন প্রশংসক। লোকেরা আসলে সব সময় ফালতু কথা বলে বেড়ায়।’

 

ইমরান হাশমিকে সর্বশেষ দেখা গেছে মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ চলচ্চিত্রে। এতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। মুল ভূমিকায় দেখা গেছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। পরবর্তীতে তেলেগু ভাষার চলচ্চিত্র ওজিতে দেখা যাবে ইমরান হাশমিকে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন