রণবীর ভারতের সেরা অভিনেতা : মহেশ বাবু

আর মাত্র দুইদিন পড়েই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে যাচ্ছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। সন্দীপ ভাঙা রেড্ডি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে দর্শকের মাঝে। সিনেমার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। প্রচারণাও চলছে ব্যাপকহারে।

সম্প্রতি সিনেমার প্রচারে তেলেগু অঞ্চলে যান রণবীর-রাশ্মিকারা। সেখানে হাজির ছিলেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। রণবীর কাপুরের প্রশংসা করে তিনি জানান, রণবীর ভারতের সেরা অভিনেতা। 

 

দর্শক উন্মাদণার পাশাপাশি সিনেমাটির প্রচারেও নেমেছে গোটা টিম।

দেশজুড়ে প্রচার করা হচ্ছে অ্যানিমেল। তবে দক্ষিণে বেশ জোরেশোরেই প্রচারে নেমেছেন রণবীর-রাশ্মিকারা। দক্ষিণে সিনেমাটির অগ্রিম বুকিংও বেশ সাড়া পাচ্ছে। সম্প্রতি তেলেগু অঞ্চলে সিনেমার প্রচারে গিয়েছিলেন টিম অ্যানিমেল।

যেখানে সিনেমাটির প্রচারে হাজির ছিলেন এস এস রাজামৌলি ও মহেশ বাবুর মতো বড় তারকা। সেই প্রচারণার অনুষ্ঠানেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ হলেন মহেশ বাবু। 

 

1

অ্যানিমেলের প্রচারণায় মহেশ বাবু ও রণবীর কাপুর

মহেশ বাবু বলেন, ‘আমি রণবীর কাপুরের একজন বিশাল ভক্ত এবং তিনি ভারতের সেরা অভিনেতা। আমি মনে করি অ্যানিমেল তার ক্যারিয়ারের সেরা কাজ হবে।’ সিনেমাটির নির্মাণের প্রশংসা করে এর সাফল্যও কামনা করেন মহেশ বাবু।

 

প্রচার অনুষ্ঠানে পরিচালক সন্দ্বীপ ভাঙা রেড্ডির প্রশংসা করেছেন রাজামৌলি। তিনি বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেই পরিচালকদের মধ্যে একজন যারা মুহূর্তেই একটি সিনেমার দৃশ্যপট বদলে দিতে পারেন।’

এদিকে ব্যাপক প্রচারণার ফলে অগ্রিম টিকিট বিক্রিতেও বেশ দুর্দান্ত সাড়া পাচ্ছে অ্যানিমেল। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, অ্যানিমেল ইতিমধ্যেই ৯.৭১ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে। সিনেমাটি বক্স অফিসে ভালো করবে বলে আশা করা হচ্ছে। ভারতে ৭,২০০টি শোয়ের জন্য ৩,৩৪,১৭৩টি টিকিট বিক্রি হয়েছে। ভারতের সব থিয়েটার এবং সব ভাষায় অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ৯.৭৫ কোটি রুপি।

রিপোর্ট অনুযায়ী, অ্যানিমেলের তেলুগু সংস্করণ ৯১.৪৮ লাখ রুপির টিকিট বিক্রি করেছে। প্রথম দিনের জন্য ৬৪৩টি শোতে ৫৮,৪৬৫টি টিকিট বিক্রি করেছে এখন পর্যন্ত। তামিল ভাষায় অ্যানিমেল ৪১টি শোজুড়ে ৭৭৯টি টিকিট বিক্রি করেছে এবং এর কন্নড় সংস্করণে ১৫০৪টি টিকিট বিক্রি করেছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন