দিনের শেষ ওভারটি করতে এসেছিলেন এজাজ প্যাটেল। প্রথম বলটি এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড় শুরু করতেই দুই হাত উঁচিয়ে উদযাপন নাজমুল হোসেন শান্তর। রান পূর্ণ করার পর চিরচেনা সেই লাফ। আরো একটি শতক নাজমুলের।
এটি অবশ্য বিশেষ। টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি। এই অর্জন আর নেই কোনো বাংলাদেশির।
নাজমুলের রেকর্ড গড়া শতকে ৩ উইকেটে ২১২ রানে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
এতে সিলেট টেস্টে চালকের আসনে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ২০৫ রানের। নাজমুল ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
আজ তৃতীয় দিনের প্রথম ঘণ্টা বাদ দিলে পুরো সময় দাপট দেখিয়েছে বাংলাদেশ।
৪৪ রানে পিছিয়ে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। এক ঘণ্টা ব্যাট করে বাকি থাকা ২ উইকেটে ৫১ রান যোগ করে কিউইরা। দুটো উইকেটই নেন মমিনুল হক। ৩১৭ রানে অল আউট হলেও সফরককারীরা লিড পায় ৭ রানে।
সেই রান শোধ করে প্রথম সেশনে উল্টো লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে দুই ওপেনার জাকির হাসান ১৭ ও মাহমুদুল হাসান ৮ রান করে আউট হলে নাজমুল হোসেন ও মমিনুল হকের জুটিতে ২ উইকেটে ১১১ রানে চা বিরতিতে যায় স্বাগতিকরা।
মুমিনুল ৪০ রানে রানআউট হলেও নাজমুল ও মুশফিক কোনো বিপদ ছাড়া দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছেন। অনবদ্য ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। টেস্টে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরে যেটি তৃতীয় শতক। নাজমুল-মুশফিকের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন