মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচন সামনে রেখে সহস্রাধিক ব্যানার-ফ্যাস্টুন অপসারণ

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যানার, ফ্যাস্টুন, তোরণ ও বিলবোর্ড উচ্ছেদ করেছে প্রশাসন।
 

বুধবার (২৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকাসহ রেলস্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
 

 

 

মেহেদী হাসান জানান, আচরণবিধি লঙ্ঘন হওয়ায় জাতীয় নির্বাচনকে ঘিরে এসব অপসারণের নির্দেশ দেন কমিশন। এরই অংশ হিসেবে বুধবার বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকাসহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের নামে সাঁটানো সহস্রাধিক ব্যানার, ফ্যাস্টুন, তোরণ ও বিলবোর্ড অপসারণ করা হয়।
 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন