জেরুজালেমে হামলায় নিহত ৩, দায় স্বীকার হামাসের

জেরুজালেমে একটি বন্দুক হামলার বৃহস্পতিবার তিনজন নিহত হয়েছে। ইসরায়েল ও গাজা উপত্যকা শাসনকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর পরপরই এ হামলা হয়। হামলার কয়েক ঘণ্টা পর হামলার দায় স্বীকার করে হামাস।

পুলিশ বলেছে, শহরের পশ্চিম দিকে একটি বাস স্টপের কাছে দুই বন্দুকধারী এ হামলা চালিয়েছে।

পরে তাদের গুলি করে হত্যা করা হয়েছে।

 

জেরুজালেমের পুলিশ প্রধান ডোরন টরগেম্যান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দুই ‘সন্ত্রাসী’ একটি গাড়িতে এসে উপস্থিত হয় এবং গুলি চালায়। তাদের একজনের কাছে একটি এম-১৬ এবং অন্যজনের হাতে একটি পিস্তল ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এবং ইসরায়েলি টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি একটি সাদা গাড়ি থেকে বেরিয়ে এসে একটি বাসের জন্য অপেক্ষারত লোকদের ওপর গুলি চালাচ্ছে।

এরপর নিরাপত্তাকর্মী এবং পথচারীরা হস্তক্ষেপ করে এবং গুলি চালায়। তাৎক্ষণিকভাবে এ ফুটেজ যাচাই করা যায়নি।

 

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমার সরকার নাগরিকদের কাছে অস্ত্র বিতরণের প্রসার অব্যাহত রাখবে।’

পুলিশ এক বিবৃতিতে বলেছে, দুই ইসরায়েলি সেনা এবং একজন বেসামরিক নাগরিক ওই দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।

বন্দুকধারীদের গাড়িতে তল্লাশি করে গোলাবারুদ ও অস্ত্র পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে।

 

এদিকে হামলার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে একটি বিবৃতি জারি করে হামাস। গোষ্ঠীটি এ হামলাকে ‘গাজা উপত্যকায় ইসরায়েলের নজিরবিহীন অপরাধ এবং জেনিনে শিশুদের বিরুদ্ধে অপরাধের’ স্বাভাবিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে।

সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, এই গুলি হলো ‘সন্ত্রাসী সংগঠন, বিশেষ করে হামাসের বিরুদ্ধে আমরা যে অবিরাম যুদ্ধ করছি’ তার উদাহরণ। ব্লিনকেন একইভাবে এটিকে হুমকির আরেকটি অনুস্মারক বলে অভিহিত করে বলেছেন, ‘ইসরায়েলিরা প্রতিদিন মুখোমুখি হয়’।

 

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা এবং গাজা উপত্যকায় গোষ্ঠীটির ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন