সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক-বর্তমান এমপি’সহ ১৪ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ‘সংসদ সদস্য (এমপি)’ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
 

এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের, জাতীয় পার্টির, গণফোরাম, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি, কৃষক শ্রমিক জনতা পার্টি, জাকের পার্টির মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী।
 

 

 

মনোনয়সপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কোন কোন প্রার্থী নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা (জেলা প্রশাসক) এবং নির্বাচনী আসনের দুই সহকারী রির্টাণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ কাছে পৃথকভাবে নিজেদের মনোনয়নপত্র জমা দেন।
 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, জাতীয় পার্টির আরেক নেতা মাহবুবুর রহমান চৌধুরী, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী এএম খান ও আব্দুর রব মল্লিক, বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত প্রার্থী মো. জহির, জাকেরপার্টি মনোনীত প্রার্থী সায়েদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগ পার্টির মনোনীত প্রার্থী কুতুব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী, ফল ব্যবসায়ী ইকবাল হোসেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন