আরো ১৪ দিন বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এই ছুটি আরো ১৪ দিন বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ১৪ নভেম্বর পর্যন্ত চলমান ছুটি বাড়ানো হয়েছে।

 

এসময় মন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার। তিনি বলেন, মূলত সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এ চিন্তা ভাবনা।

দীপু মনি বলেন, এবার বছরের শুরুতে সমাবেশ করে বই উৎসব করা হচ্ছে না। বই সবার কাছে পৌঁছে দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাকি পরীক্ষাগুলোও নেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৭ মার্চ স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে সাত মাসেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অনলাইনে ক্লাস চলছে।

বর্তমানে অফিস-আদালতের কার্যক্রম ধীরে ধীরে চালু হয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেয়া হয়নি।

এর আগে গত ১ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাছাড়া চলতি বছরের এইচএসসি ও সমমান, প্রাথমিক সমাপনি ও সমমান এবং জেএসসি ও সমমান পরীক্ষা বাতিল করে সরকার।

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার আরো ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৬১ জনে।

এছাড়া নতুন করে এক হাজার ৪৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে চার লাখ তিন হাজার ৭৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন