"পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠানে নেতৃবৃন্দ - "বস্টনে সার্বজনীন বাংলাদেশী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা হবে"

হকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি, যুক্তরাষ্ট্র:-গত ২৬ নভেম্বর 2023,রবিবার ,বস্টনে বসবাসরত বাংলাদেশী বৌদ্ধদের প্রাচীন ও প্রধান সংগঠন বস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে বোস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট বিহার ও মেডিটেশন সেন্টারের বার্ষিক পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।  ।নেপালের বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু ও ইন্টারন্যাশনাল শাক্যমুনি বুড্ডিস্ট বিহারের অধ্যক্ষ ডক্টর পান্না লোকা মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম সভায় শুরুতে পঞ্চশীল প্রার্থনা করেন ডা: জীতেন্দ্র বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি প্রজয় বড়ুয়া, তিনি বলেন আগামী ১৭ই ডিসেম্বর বস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন বাংলাদেশ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘ নায়ক অধ্যাপক বনশ্রী মহাথের মহোদয়কে বস্টনে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন তিন মাসব্যাপী বর্ষাবাস গ্রহনকারী শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষু এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কলার ভিক্ষু সামিতা ভান্তে এবং ভিক্ষু কোশলা ভান্তে । প্রাক্তন সভাপতি শিমুল বড়ুয়ার উপস্থাপনায় ধর্ম সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৌমেন্দু বড়ুয়া,  সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB) এর মহাসচিব সুহাস বড়ুয়া, প্রকৌশলী শুভ্রজয় বড়ুয়া  ।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাগোয়ান ফরাচিং বৌদ্ধ বিহারের সাধারন সম্পাদক পুর্ণেন্দু বড়ুয়া  নসু) । সভায় সুহাস বড়ুয়া বলেন, সংগঠনের উদ্যেগে সকলের সহযোগিতা নিয়ে বোস্টনে একটি  সার্বজনীন বাংলাদেশী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা হবে, যা বাংলাদেশ এবং বৌদ্ধ সম্প্রদায়ের জন্য গৌরবের বিষয় । অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করেন তূর্ণা বড়ুয়া। উক্ত কঠিন চীবর দান অনুষ্ঠানে শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধ ভিক্ষু এবং কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা যোগদান করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন