জয় থেকে আর ৩ উইকেট দূরে বাংলাদেশ

স্টাম্পে তাক করা ডেলিভারিটি ঠিকঠাক পড়তে পারলেন না কেন উইলিয়ামসন। ব্যাট ফাঁকি দিয়ে বল গিয়ে আঘাত করে তাঁর পায়ে। জোরালো আবেদন বাংলাদেশ দলের। ফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত।

সতীর্থরা উদযাপনে বোলার তাইজুল ইসলামকে ঘিরে ধরতে চাইলেন, কিন্তু তাইজুলকে আর পায় কে! সবাইকে ফাঁকি দিয়ে উড়ে যেতে চাইলেন তাইজুল। যেভাবে উড়ছে বাংলাদেশ দল।

 

উইলিয়ামসন বিদায় নেন ১১ রানে। ওখানেই বিজয়ের পথ প্রশস্ত হয় বাংলাদেশ দলের।

যদিও সেই বিজয়ের জন্য এখনো বাকি ৩ উইকেট। তবে যে অবস্থানে থেকে সিলেট টেস্টের চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা, তাতে কাল শেষ দিনে খুব বেশি নাটকীয় কিছু না হলে বাংলাদেশের জয় আটকানোর সাধ্য নেই নিউজিল্যান্ডের।

 

৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে কিউইরা। আগামীকাল শেষ দিনে হাতে থাকা ৩ উইকেটে তাদের প্রয়োজন আরো ২১৯ রান।

ড্যারিল মিচেল ৪৪ ও ইশ সোধি ৭ রানে কাল দিন শুরু করবেন। আজ উইকেট থেকে যেমন বাড়তি টার্ন আর বাউন্স পেয়েছেন বাংলাদেশি স্পিনাররা, তাতে বাকি রান তোলা শুধু কষ্টকর নয়, অসম্ভব বলা যায়।

 

আজ গোটা দিনে পড়েছে ১৪ উইকেট। যেখানে সকালে ব্যাট করতে নামা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট হারিয়ে তোলে ১২৬ রান। অর্ধশতক করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

সব মিলিয়ে ৩৩২ রানের লক্ষ্য দ্বিতীয় সেশনের দ্বিতীয় ঘণ্টায় ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দেড় সেশনে ৪৯ ওভার ব্যাট করেছে তারা। যেখানে হারিয়েছে ৭ উইকেট।

 

শুরুটা করেছিলেন বাংলাদেশের একমাত্র পেসার শরিফুল ইসলাম। ইনিংস শুরুর ওভারে ফেরান রান তাড়ায় নামা কিউই ওপেনার টম ল্যাথামকে। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন স্পিনাররা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তাইজুলের। মিরাজ ও নাঈম হাসান নিয়েছেন ১টি করে উইকেট।

সফরকারী ব্যাটারদের জুটি বড় হতে দেননি বাংলাদেশের বোলাররা। তাতে বিপদে পড়তে হয়েছে নিউজিল্যান্ডকে। পরাজয়ের শঙ্কা নিয়ে দিন শেষ করেছে তারা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন