স্পিন ঘূর্ণিতে সিরিজ জিতল ভারত

বড় সংগ্রহের আশা জাগিয়েও দুই শ পেরোতে পারল না ভারত। স্বাগতিকদের ইনিংস থামে ১৭৪ রানে। এই টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার আগে ব্যাট করা কোনো দল দুই শ পার করতে পারেনি। সিরিজে সমতা টানতে রান তাড়ায় দারুণ শুরুও পেয়েছিল অস্ট্রেলিয়া।

কিন্তু ভারতের স্পিনারদের বিষে নীল হয়ে এই লক্ষ্যে পৌঁছাতে পারল না অজিরা। তাতে ২০ রানে জিতে ৩-১ এ সিরিজ জিতে নিল ভারত। আগামী রবিবার বেঙ্গালুরুতে হতে যাওয়া পঞ্চম ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

 

রায়পুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত।

দুই উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড়ের জুটি থেকে আসে ৫০ রান। প্রথমজন করেন ৩৭ এবং পরের জন ৩২। এরপর ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শ্রেয়াস আয়ার ও সুর্যকুমার যাদবের ব্যাট এদিন হাসেনি।

সেখান থেকে চাপ সামাল দেন রিংকু সিং। ২৯ বলে করেন ৪৬ রান। আর শেষ দিকে জিতেশ শর্মার ১৯ বলে ৩৫ রানে লড়াকু পুঁজি পায় ভারত।

 

জবাব দিতে নেমে শুরুতেই ঝড়ো শুরু এনে দেন ট্রাভিস হেড। তিন ওভার ১ বলেই উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান।

এরপরেই ধ্বস নামে অজিদের ব্যাটিং লাইন আপে। ৮৪ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। হেড, ম্যাকডরমেট ও হার্ডিকে ফিরিয়ে ভারতকে চালকের আসনে বসান অক্ষর প্যাটেল। শেষ দুই ওভারে অজিদের দরকার ছিল ৪৩ রান। ক্রিজে ছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড কিন্তু কার্যকরী ইনিংস খেলতে পারেনননি তিনি। তাতে ম্যাচ হারের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজও হেরে বসে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন