সর্বকালের সেরা টিভি সিরিজ খ্যাত ‘গেম অফ থ্রোনস’ দিয়েই অভিনয়ে যাত্রা শুরু খুদে বেলা রামসের। মাত্র ১৩ বছর বয়সেই সিরিজটির মাধ্যমে লাইমলাইটে চলে আসেন বেলা। এতে লিয়ানা মরমন্টের চরিত্রে অভিনয় করেছিলেন বেলা। এরপর সম্প্রতি ‘দ্য লাস্ট অফ আস’ দিয়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে নির্মাতাদের পছন্দের তালিকায় তার নাম। তবে চিরাচরিত ভূমিকায় মানানসই হলেও, ভবিষ্যতে খল চরিত্রে অভিনয় করতে চান বেলা রামসে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ল্যাডবাইবেল-এর সাথে একটি নতুন সাক্ষাৎকারে, বেলা তার ভবিষ্যত প্রকল্পে ‘জোকার’ চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অভিনেত্রী বলেছেন, ‘আমি এখনও সত্যিকারের ভিলেনের চরিত্রে অভিনয় করিনি। সুতরাং, আমি একটি খারাপ চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু একটি আকর্ষণীয়, জটিল এবং দুর্দান্ত খল চরিত্রে। জোকারের মতো।
’
‘দ্য লাস্ট অফ আস’-এ বেলা রামসে
সাক্ষাৎকারে ডিসির ভিলেন চরিত্রে অভিনয় করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, বেলা প্রকাশ করেন যে তিনি খলনায়ক চরিত্রে হিথ লেজার, হোয়াকিন ফিনিক্স এবং জ্যারেড লেটোর মতো দুর্দান্ত ভূমিকায় কাজ করতে আগ্রহী। যা দর্শকদের নাড়িয়ে দেবে। অভিনেত্রী বলেন, ‘আমি আসলে নেগেটিভ চরিত্র নিয়ে ভাবি। জোকার, এমন একটি আকর্ষণীয় চরিত্র। আমি জোকার হয়ে পর্দায় আসতে চাই।
’
এ বছর অন্যতম জনপ্রিয় শো হিসেবে ‘দ্য লাস্ট অফ আস’ দিয়ে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন বেলা। একটি মারাত্মক সংক্রমণে আধুনিক সভ্যতা ধ্বংস হওয়ার ২০ বছর পরের গল্পে নির্মিত সিরিজটি। সিরিজে এমন এক দুনিয়া দেখানো হয়েছে যেখানে জম্বি একটি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। এই টিভি সিরিজে জয়েল (পেড্রো পাসকেল) নিজের সব সামর্থ্য দিয়ে এলিকে (বেলা রামসে) নিরাপদে রাখার চেষ্টা করেন এবং তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার চুক্তি গ্রহণ করেন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পেড্রো পাসকেল এবং বেলা রামসে। মজার ব্যাপার হলো এই দুই চরিত্রকে দেখা গিয়েছিল সর্বকালের সেরা সিরিজ খ্যাত ‘গেম অফ থ্রোনস’-এ। ‘গেম অফ থ্রোনস’-এ তাদের অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করেছিল।
সিরিজটির জন্য এমি নমিনেশনও পেয়েছেন অভিনেত্রী। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শো’টি ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। জোম্বি নির্ভর শো’টি মুক্তির পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এর দ্বিতীয় সিজনের নির্মাণ চলছে।
সূত্র : ডেইলি মেইল ইউকে
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন