১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলা ইমরান খানের বিরুদ্ধে কথিত প্রমাণ পেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিসহ মোট আটজনের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় কথিত প্রমাণ উপস্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইসলামাবাদের একটি জবাবদিহি আদালতে প্রমাণস্বরূপ নথিপত্র পেশ করে। 

এনএবির তদন্তকারী কর্মকর্তা উমর নাদিমের সঙ্গে ডেপুটি প্রসিকিউটর জেনারেল মুজাফফর আব্বাসি প্রমাণ উপস্থাপন করেন। আদালতের রেজিস্টার অফিস এখন নথিগুলো যাচাই করবে।

উল্লিখিত দুর্নীতি মামলায় অন্য অভিযুক্তরা হলেন পিটিআই নেতা জুলফি বুখারি, শাহজাদ আকবর, আইনজীবী জিয়া-উল-মুস্তফা নাজির এবং আরো তিনজন। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা দুর্নীতির মামলায় পিটিআই চেয়ারম্যানের বিচার কারাগারেই পরিচালনার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই তথ্য-প্রমাণ দাখিল করা হলো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আদিয়ালা কারাগারে বিচারের অনুমতি চেয়ে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি আইন ও বিচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল।

 

গত ২৮ নভেম্বর আইন ও বিচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আসামিদের বিচারের জন্য সংশ্লিষ্ট জবাবদিহি আদালত আদিয়ালায় কেন্দ্রীয় কারাগারেই বসবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার অভিযুক্তদের বিচার পরিচালনার আদালত কেন্দ্রীয় কারাগারে বসার বিষয়ে সম্মত।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন