বিশ্বনাথে সাংবাদিকদের সাথে শফিক চৌধুরীর মতবিনিময়

সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

শুক্রবার (১ ডিসেম্বের) জুমআর নামাজের পর পৌর শহরের পুরানবাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

দীর্ঘ দশ বছর উন্নয়ন বঞ্চিত থাকা সিলেট-২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করতে পুনরায় সংসদ সদস্য হতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে শফিকুর রহমান চৌধুরী। আর মনোনয়নপত্র দাখিলের পর দিনই (শুক্রবার) নিজের পিতৃভ‚মি বিশ্বনাথে জুমআর নামাজ আদায় করে দলীয় কার্যালয়ে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় শফিকুর রহমান চৌধুরী বলেন,‘সবসময়ই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হয়েছে। এবারও ওই আসনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সকলের সার্বিক সহযোগিতায় আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট-২ আসনটি উপহার দিতে চাই। দীর্ঘ ১০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। তাই সরকারের বাস্তবায়িত সকল উন্নয়নমূলক কর্মকর্তা জনসম্মুখে তুলে ধরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক ‘নৌকা’য় ভোট চাইতে হবে। আর সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ, আর সেই দর্পণের মাধ্যমেই বাস্তবায়িত হবে সিলেট-২ আসনের আগামী দিনের উন্নয়ন। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কখনও সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই আমি সামনের দিকে এগিয়ে যেতে অতীতের মতো ভবিষ্যতেও সর্বক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চাই।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য আছাব আলী, আশিক আলী, কাউন্সিলর রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, কার্যনির্বাহী সদস্য এ আর চেরাগ আলী, এমদাদুর রহমান নাইম, প্রবাসী আশিকুর রহমান চৌধুরী সিপু, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি কামাল মুন্না, যুগ্ম সম্পাদক শোকরান আহমদ রানা, কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, সদস্য মোশাহিদ আলী, আক্তার আহমদ সাহেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, যুবলীগ নেতা আব্দুল হক, কামরুজ্জামান সেবুল, রাজু আহমদ খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সহ সভাপতি রফিক মিয়া, ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, কয়েছ আহমদ, আবিদুর রহমান আবিদ, মাসুদ আহমদ রিপন, জাকারিয়া ইমন, জুবেদ আহমদ, আব্দুর রহমান, আনবির প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন