ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট নারী বিগ ব্যাশের এবারের আসরের শিরোপা জিতেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। গতবারও শিরোপা ঘরে তুলেছিল অ্যাডিলেড। উত্তেজনা ছড়ানো লো-স্কোরিং ফাইনালে ব্রিসবেন হিটকে ৩ রানে হারিয়েছে তারা।
অ্যাডিলেড ওভালে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২৫ রানে শেষ হয় অ্যাডিলেডের ইনিংস।
দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন ব্রিসবেনের বোলাররা। অ্যাডিলেডের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন লরা উলভার্ড। তালিয়া ম্যাকগ্রার ব্যাট থেকে এসেছে ৩৮। নিকোলা হ্যানকক ৩টি উইকেট নিয়েছেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রান তুলতে ৪ উইকেট হারায় ব্রিসবেন। ১৩তম ওভারে জোড়া উইকেট নেন তালিয়া ম্যাকগ্রা। পরপর দুই বলে ফেরান মিনন ডু প্রিজ ও লরা হ্যারিসকে। তাতে ম্যাচে ফেরে অ্যাডিলেড।
এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ব্রিসবেন।
তাতে শেষ ওভারে ১৩ রানের সমীকরণের সামনে দাঁড়ায় ব্রিসবেন। শেষ ওভারে অ্যামেন্ডা-জেড ওয়েলিংটন ২ উইকেট তুলে নিয়ে ব্রিসবেনকে সমীকরণ মেলাতে দেননি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার চামারি আতাপাত্তু।
সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে ৫৫২ রানের পাশাপাশি বল হাতে ৯ উইকেট নিয়েছেন তিনি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন