শাকিবের ‘দরদ’ মুক্তির তারিখ জানালেন অনন্য মামুন

ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে গত মাসে ঢাকায় ফিরছেন অভিনেতা শাকিব খান। এরপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং। শুটিং শুরু না হওয়ায় নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন দরদের নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, ডিসেম্বরেই শুরু হবে ‘দরদ’ সিনেমার শুটিং।

যেখানে অংশ নেবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব তথ্য দেন এই নির্মাতা।

 

zssxgfgnh

নির্মাতা অনন্য মামুন

অনন্য মামুন বলেন, “দরদ সিনেমা নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। সবাই আমাকে প্রশ্ন করে ‘দরদ’-এর শুটিং বন্ধ হয়ে গেলো নাকি! তাই সিনেমার আপডেট দিতে লাইভে এসেছি।

ডিসেম্বর মাসেই দরদের বাংলাদেশ অংশের শুটিং শুরু হচ্ছে। আর সিনেমাটি আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই।”

 

তিনি আরো জানান, ‘দরদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিনেমার সব কিছু প্রথমে হিন্দিতে রিলিজ পাবে।

এটা আমার আর শাকিব খানের প্ল্যানিং। দরদ একটা প্রপার বলিউড ছবি হতে যাচ্ছে। এই ছবি দিয়ে বলিউডে শাকিব খানের এন্ট্রি হচ্ছে।’

 

অনন্য মামুন বলেন, ‘দরদ এত সহজ প্রজেক্ট না। এটি ১০ কোটি টাকার প্রজেক্ট।

দরদে এমন কোনো নতুন টেকনোলজি নেই, যা আমি ইউজ করিনি। এপ্রিলে অনেক বড় ধামাকা হচ্ছে। যারা এগুলো সহ্য করতে পারছে না, যারা এফডিসিকেন্দ্রিক চার দেয়াল থেকে বের হতে পারছে না তাদের এগুলো সহ্য হচ্ছে না। আমার কারো সঙ্গে কোনো শত্রুতামি নাই।  শাকিব ভাই, আমি মিলে ভালো একটা প্রজেক্ট দিতে চাচ্ছি।’

 

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরো অভিনয় করার কথা রয়েছে বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ অভিনয়শিল্পীর। ফেব্রুয়ারিতে ছবিটি বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কর্ণাটক―এই ছয় ভাষায় মুক্তি পাবে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন