অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচেও হারাল ভারত

ভারত আগেই সিরিজ জেতায় বেঙ্গালুরুর ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। আনুষ্ঠানিকতার ওই ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব করছে ভারত। স্বাগতিকদের ১৬০ রান তাড়া করে ১৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।

 

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আয়ারের ২টি ছক্কা এবং ৫টি চারে সাজানো ৩৭ বলে ৫৩ রানের হাফসেঞ্চুরি, অক্ষর প্যাটেলের ২১ বলে ৩১ এবং জীতেশ শর্মার ১৬ বলে ২৪ রানের ছোট্ট ক্যামিওতে ১৫০ পেরিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে যে পাঁচজন বোলার বল করেছেন উইকেট পেয়েছেন তাদের সবাই। 

১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। জশ ফিলিপ ৪, ট্রাভিস হেড ২৮ এবং অ্যারন হার্ডি আউট হন ৬ রান করে।

দলীয় স্কোর ১০০ পেরোনোর পর আউট হন টিম ডেভিড। খানিকটা পরে সাজঘরে ফেরেন ৫টি ছক্কায় ৩৬ বলে ৫৪ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করা বেন ম্যাকডারমটও। তখনো ভালোভাবে ম্যাচে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মুখেশ কুমার পরপর দুই বলে ২ উইকেট নিয়ে দারুণভভাবে ম্যাচ ফেরান ভারতকে।

 

 

শেষ দুই ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৭ রান। আর শেষ ছয় বলে দরকার ছিল ১০ রান। আর্শদীপ সিংয়ের করা ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে কোনো রানই নিতে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো ম্যাথু ওয়েডের মূল্যবান উইকেটটিও হারায় তারা। পরের তিন বলে আসে আর মাত্র ৩ রান।

জয় থেকে ছয় রান দূরে থাকতে ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন