১৯ সংগঠনের আপত্তি ও নিষ্পত্তি
‘এনিম্যাল’ আমদানি ইস্যুতে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠন একযোগে আপত্তি জানায়। তাদের আপত্তির কারণেই এত দিন সেন্সর বোর্ডে ছবিটি জমা দিতে পারেনি আমদানি প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এক বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হয়েছে, জানিয়েছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।
তিনি বলেন, ‘বাংলাদেশে এখন ১০টি ছবিও নির্মিত হচ্ছে না।
হল মালিকরা ছবির অভাবে হল চালাতে পারছেন না। একের পর এক হল ভেঙে ফেলছেন। এ অবস্থায় সরকারি আইন মেনে আমি ছবি আমদানি করতে েচয়েছি। অথচ সবাই আমাকে দোষারোপ করছেন।
আমি নাকি ভারতীয় ছবি আমদানি করে দেশের চলচ্চিত্র ধ্বংস করতে চাচ্ছি। আমি নিজেও একজন প্রযোজক। এখনো ছবি নির্মাণের সঙ্গে জড়িত। ভারতীয় ছবি আমদানিতে দেশের চলচ্চিত্রের ক্ষতি হলে আমি তা করতাম না।
’
এখনো সেন্সরে জমা পড়েনি
আগেই চাউর হয়েছিল ‘এনিম্যাল’ সেন্সর বোর্ডে জমা পড়েছে। গতকাল সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, ছবিটি এখনো জমাই পড়েনি। বোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘আমরা এখন ঢাকা চলচ্চিত্র উৎসবের ছবি দেখা নিয়ে ব্যস্ত আছি। অনেক বিদেশি ছবি জমা পড়েছে। সেগুলো দেখতে বেশ কয়েক দিন লেগে যাবে।
আমার জানা মতে, কোনো হিন্দি ছবি সেন্সর বোর্ডের জমা তালিকায় নেই।’
বিষয়টি স্বীকার করেছেন লিপু। গতকাল দুপুরে তিনি বলেন, ‘নানা রকম ঝুট-ঝামেলা তৈরি হওয়ার কারণে আমরা ছবিটি সেন্সরে জমা দিতে পারিনি। এখনো বিমানবন্দরের কাস্টমসে আটকে রয়েছে ছবিটি। কাল (সোমবার) হয়তো ছবিটি ছাড়াব। সম্ভব হলে সঙ্গে সঙ্গে সেন্সরে জমা দেব। না পারলে পরদিন জমা দেব।’
বাংলাদেশে ২৬ মিনিট কম দৈর্ঘ্যের ‘এনিম্যাল’
শুরুতে ‘এনিম্যাল’-এর দৈর্ঘ্য ছিল চার ঘণ্টারও বেশি। পরিচালক সন্দীপ সম্পাদনা করে আরো কমিয়ে আনেন দৈর্ঘ্য। ভারতের সেন্সর বোর্ড ছবিটির পদে পদে কাঁচি চালিয়েছে। মাত্রাতিরিক্ত নৃশংসতা, যৌন দৃশ্য বাদ দেওয়ার পর দৈর্ঘ্য দাঁড়ায় তিন ঘণ্টা ২১ মিনিট। তবে বাংলাদেশে ছবিটির দৈর্ঘ্য হবে আরো কম। বাংলাদেশের সেন্সর বোর্ডে ২৬ মিনিট বাদ দিয়েই জমা দেওয়া হবে। লিপু জানান, দুই ঘণ্টা ৫৫ মিনিট দৈর্ঘ্যের ভার্সন জমা দেবেন। জানা গেছে, মধ্যপ্রাচ্যের জন্য যে ভার্সন তৈরি করা হয়েছিল, সেটিই বাংলাদেশের েসন্সর বোর্ডে জমা পড়বে।
কতটা উদার হবে সেন্সর বোর্ড
এবার দেশের সেন্সর বোর্ড সদস্যরা কতটা উদার হতে পারবেন, তারও পরীক্ষা হয়ে যাবে। ভারতের সেন্সর বোর্ড কাঁচি চালানোর পরও যে ভার্সনটি মুক্তি পেয়েছে, সেটিও পড়েছে সমালোচনার কবলে। ভারতের সমালোচকরা ছবিটিকে ‘ভালো’ বলছেন না, বেশ কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে খোদ ভারতেই। কথাসাহিত্যিক শোভা দে এই ছবির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।
৮ ডিসেম্বর আদৌ মুক্তি পাবে?
লিপু আশাবাদী, সেন্সর ছাড়পত্র নিয়ে পরের শুক্রবারেই ছবিটি মুক্তি দেবেন। তবে সেন্সর ছাড়পত্র পাওয়া নিয়ে সংশয়ের কথা বললেন অরুণা বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের নির্দেশনা রয়েছে আগে চলচ্চিত্র উৎসবের ছবি দেখে শেষ করার। সেভাবেই শিডিউল সাজানো হয়েছে। এর মধ্যে হঠাৎ করে নতুন কোনো ছবি যুক্ত হতে পারবে বলে মনে হয় না। তাহলে আবার শিডিউল পরিবর্তন করতে হবে।’
আমি আর চাপ নিতে পারছি না
সেন্সর বোর্ডের ছবি দেখার শিডিউল বিষয়ে লিপুর সঙ্গে কথা বললে তিনি বেশ হতাশ হয়ে পড়েন। বলেন, ‘এই যন্ত্রণা আর ভালো লাগে না। ছবিটি আমদানি করতে চেয়ে আমি মনে হয় অপরাধই করেছি। নানা দিক থেকে বাধা আসছে। দেখা যাক, হলে হবে, না হলে হবে না। আমি আর চাপ নিতে পারছি না।’
‘এনিম্যাল’ এলে ভারত যাবে ‘মেঘের কপাট’
সাফটা চুক্তির নিয়ম মেনেই ‘এনিম্যাল’ আমদানি করা হচ্ছে। গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছেন, ‘এনিম্যাল’-এর বদলে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছে ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’। রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন অভিনীত ছবিটি ৩ নভেম্বর মুক্তি পেয়েছিল।
ভারতে ‘এনিম্যাল’ উন্মাদনা
ছবি নিয়ে সমালোচনার অন্ত নেই। তবে দর্শক যে হল ভেঙে পড়ছে তাতে কোনো সন্দেহ নেই। মুক্তির প্রথম দুই দিনে পুরো বিশ্বে ছবিটি আয় করেছে ২৩০ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে, রণবির কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বড় হিট হতে চলেছে এই ছবি। রাশমিকা মানদানা ছবিটির সাফল্যের জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ক্যারিয়ারে এত বড় সাফল্য আগে দেখেননি ববি দেওল, তিনি দর্শকের সামনে রীতিমতো কেঁদেই দিয়েছেন।
ছবিটি অনলাইন প্ল্যাটফরমে মুক্তি দিতে মুখিয়ে বেশ কয়েকটি ওটিটি। এই আগ্রহের মূল কারণ, ছবির সেন্সরড হওয়া দৃশ্যগুলো। মূল দৈর্ঘ্যের [৪ ঘণ্টা] ছবিটি পেতে চায় প্ল্যাটফরমগুলো। জানা গেছে, এরই মধ্যে চড়া মূল্যে একটি প্ল্যাটফরমে ছবিটি িবক্রি করে দিয়েছেন নির্মাতারা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন