এক খুদে ভক্তের অনুরোধে গান গেয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। শুধু গানই গাননি, সেই খুদে ভক্তকে দিয়েও গাইয়েছেন তিনি। এমনকি তাকে এটি কিবোর্ড উপহার দেওয়ার কথাও জানিয়েছেন এই সুরকার।
সম্প্রতি দিল্লিতে ছিলেন কথাকার ফেস্টিভাল নামক একটি জনপ্রিয় আন্তর্জাতিক গল্পকারদের উৎসবে অংশ নেন ভারতীয় সংগীত আইকন এ আর রহমান।
যদিও সুরকার অনুষ্ঠানে গান না গাওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, কিন্তু এক ছোট্ট মেয়ে ভক্তের অনুরোধ ফেরতে পারেননি তিনি। সেই খুদে ভক্তের নাম মেহের। মেহেরের অনুরোধে এ আর রহমান তার চিরসবুজ হিট ট্র্যাক ‘হুম্মা’র কয়েকটি লাইন গেয়ে শোনান। অনুষ্ঠানে রহমান এবং সেই খুদে ভক্তের মধ্যকার সুরের আলোচনা মুগ্ধ করেছে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে।
এ আর রহমান ও তার খুধে ভক্তের একটি ভিডিওটি অনলাইনে প্রকাশ হয়েছে। ভিডিওটি বেশ প্রশংসা পাচ্ছে অনুরাগীদের। সবাই রহমানের সরলতা ও ব্যক্তিত্বের প্রশংসা করছেন। মেয়েটির বুদ্ধিমত্তা ও উপস্থাপনারও প্রশংসা করছেন।
সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খুদে ভক্ত মেহেরের অনুরোধে গান গাওয়ার পর এ আর রহমান সেই শিশুটিকেও গান গাইতে উৎসাহিত করেন। মেয়েটি রহমানের গান শেষে বলে ওঠে, ‘আপনি যখন গাইলেন তখন সুর লাগল, কিন্তু আমি যখন গাইলাম, সুর লাগল না।’ জবাবে রহমান বলেন, ‘দেখো, আমি ৫৬ বছর বয়সী, তাই না? তুমি আমার থেকে ভালো গাইতে পারো। আমি আমার অনেক সময় নষ্ট করেছি।’
মেয়েটি তাৎক্ষনিকভাবে জবাব দেয়, ‘এটা বয়সের বিষয় নয়।
’ রহমান সেই খুদে ভক্তের কথার সঙ্গে একমত হন এবং বলেন, ‘হ্যাঁ, তবে এটি ধারাবাহিকতার বিষয়। প্রতিদিন অনুশীলন করতে হবে। আমি তোমাকে একটি কীবোর্ড দেব। পরের বছর, তুমি এখানে গান করবে।’
এ আর রহমান ও তার খুধে ভক্তের ভিডিওটি অনলাইনে বেশ ভাইরাল হয়েছে। ভক্ত অনুরাগীরা মন্তব্য করে নিজেদের মতামত জানাচ্ছেন। সেই খুদে ভক্তের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সেই সঙ্গে রহমানের মতো বিশাল মাপের একজন সংগীত আইকনের এমন সাদাসিধা ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা।
এ আর রহমানের সর্বশেষ কাজ ছিল ইশান খট্টর অভিনীত হিন্দি ফিল্ম ‘পিপ্পা’-এর সংগীতায়ন। সিনেমাটির একটি গানের জন্য বেশ আলোচনা ও সমালোচনার মুখে পড়েন রহমান। ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি নিয়ে তুমুল বিতর্কের মুখেই পড়তে হয় এই সুরকারকে। সামনে তার সুর করা আয়লান, লাল সালাম, আদুজীভিথাম, ময়দান, ডি৫০, চামকিলা, আরসি১৬, থাগ লাইফ, জিনি, এবং কাধালিক্কা নেরামিল্লাই-এর মতো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন