সিলেটে একসাথে দৌড়াবেন ১২০০ জন

বছর ঘুরে সিলেটে ফের শুরু হচ্ছে হাফ ম্যারাথন। এবারের আয়োজনে ১২০০ দৌড়বিদ অংশগ্রহণ করছেন। এর মধ্যে অনেক বিদেশিও অংশ নেবেন। আছেন নারীরাও। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে “ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন ২০২৩”। আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬ টায় অনুষ্ঠিত হবে এই ম্যারাথন।

 

 

 

সিলেট রানার্স কমিউনিটি এ ম্যারাথনের আয়োজন করছে। ২০২২ সালে সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথনের মূল থিম ছিলো সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি। ২০২৩ সালে সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন ২০২৩ এর মূল থিম হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী হস্তশিল্প।


সিলেট রানার্স কমিউনিটি ২০১৭ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরু করার পর বিভিন্ন ধরণের দৌড় প্রতিযোগিতা ও দৌড়বিদদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০১৯ সালের সিলেট মিনি ম্যারাথন দিয়ে যাত্রা শুরু এ ধরনের আয়োজনের। ২০১৯ এর সাফল্যের ধারাবাহিকতায় ২০২০ সালে ব্র্যান্ডসল্যান্সার সিলেট হাফ ম্যারাথন ২০২০, জানুয়ারি ২০২১ এ ৱ্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন, ২০২১ সালের ডিসেম্বরে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিলেট হাফ ম্যারাথনের পর পঞ্চম আয়োজন ছিল ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন ২০২২। এবার তাদের ষষ্ঠ বৃহৎ আয়োজন। 

সর্বমোট ১২০০ জন দৌড়বিদের সমন্বয়ে ২১.১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে ইভেন্টটি আয়োজিত হচ্ছে। ২১.১ কিলোমিটারে ১০ জন নারী ও ১৯০ জন পুরুষ মিলে ২০০ জন অংশ নিচ্ছেন। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৯৫ জন নারী ও ৯০৫ জন পুরুষ মিলে মোট ১০০০ জন দৌড়বিদ অংশ নিচ্ছেন। দৌড়টি নগরীর সার্কিট হাউজের সামনে থেকে সকাল ৬ টায় শুরু হয়ে বন্দর, জিন্দাবাজার, আম্বরখানা, এয়াপোর্টরোড - বাইশটিলা হয়ে ঘুরে এসে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে শেষ হবে। ইভেন্টে আমাদের নিজস্ব ২১৩ জন ভলান্টিয়ার কাজ করবেন যারা রোড সেফটির পাশাপাশি ফার্স্ট এইড সাপোর্ট প্রদান করবেন। আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্টজনরা ও প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন