মোহাম্মদ সেলিম || আরব আমিরাত প্রতিনিধি ||
প্রবাসে কাজের একগেয়েমিতা দূর করে প্রবাসে সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ করতে - আবুধাবির কনেশপাকে আরব আমিরাতের জাতীয় দিবসকে সরনীয় করে কেক কেটে বার্ষিক পূর্ণমিলনী প্রবাসী ফেমিলির গেটটুগেদার আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টা হতে সারাদিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে - দেশীয় খেলাধুলা, খানাপিনা, ফটো সেশন, প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুধাবির বিশিষ্ট বেবসায়ী মো: বশির ভুইয়া,মোহাম্মদ আলী চৌধুরী সারোয়ার উদ্দিন ও মোহাম্মদ সাইদ ইসরাত জাহানফেরদৌস ও ঝনা, পরিচালনায় অনুস্টান পরিনত হয়ে উঠে এক খন্ড বাংলাদেশ, অনুস্টান আয়োজকরা বলেন প্রবাসে চাকরি বেবশাবানিজ করতে গিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চাদের সময় দেয়া যায়না তাই তাদেরকে একটু আনন্দ দেয়ার জন্য আজকের এই আয়োজন করা দেশীয় খানাপিনা নাচ গান খেলা দুলা বাচ্চাদের কুইজ প্রতিযোগিতা, মহিলাদের কবিতা আবৃত্তি, বালিশ খেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ দেশীয় স্বাদের বিভিন্ন রকমের হাতে বানানো খানাপিনার সমাধ্যমে অনুস্টানের সমাপ্তি করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন