কাঁটা সরাইতে গেলে তো আঘাত লাগবেই: মোশাররফ করিম

‘কাঁটা সরাইতে গেলে তো একটু আঘাত লাগবেই মোবারক। আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী।

মানুষের জীবনে ভালো-মন্দের সঙ্গে, সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে; আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে, কিন্তু একটু অন্য রকমভাবে।’এভাবেই এক ভিডিও বার্তায় হাজির হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ওটিটি প্ল্যাটফরম ‘হইচই’-এ আসতে যাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’।

সেই সিরিজটির প্রমো প্রকাশিত হয়েছে গতকাল।

 

t6t

‘মোবারকনামা’র দৃশ্যে শবনম ফারিয়া ও মোশাররফ করিম

১ মিনিট ৪৯ সেকেন্ডের এই প্রমোতে দেখানো হয়েছে ‘মোবারকনামা’র কিছু দৃশ্য এবং সঙ্গে ছিল মোশাররফ করিমের কিছু বার্তা। এই অভিনেতাকে বলতে শোনা যায়, ‘জীবনে পাওয়া না পাওয়ার ভিড়ে একটা জিনিসকেই আঁকড়ে ধরে আছি। সেটা হলো সত্য ও সততা।

সত্যের পথ থেকে একমুহূর্তও বিচ্যুত থাকতে চাই না। মিথ্যার ধবংস খুব মারাত্মক। কতটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, সেটা আসল বিষয় না। আমি সত্যের পক্ষে আছি কি না, সেটাই আসল বিষয়। সারাটা জীবন আমি সত্যকে অবলম্বন করে চলেছি, সত্যই আমাকে এগিয়ে নিয়েছে।

 

tttuyui

‘মোবারকনামা’র দৃশ্যে জেনি ও শাহনাজ সুমি 

‘মোবারকনামা’ নির্মাণ করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। আট পর্বের এই সিরিজে আইনজীবীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া, জেনি, শাহনাজ সুমিসহ অনেকে। আগামী ২১ ডিসেম্বর এটি মুক্তি পাবে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন