সদ্য প্রয়াত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিককে সিলেটে দাফন করা হবে। এর আগে রাজধানীর তিনটি স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হার্ট ফাউন্ডেশনের তথ্যমতে, ব্রিগেডিয়ার আব্দুল মালিকের প্রথম নামাজে জানাজা বাদ জোহর রাজধানীর শ্যামলী কলেজ গেটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদ এবং তৃতীয় নামাজে জানাজা বাদ মাগরিব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নওয়াগাঁও গ্রামে দেশের হৃদরোগের চিকিৎসার এই পথিকৃৎকে দাফন করার কথা রয়েছে।
এর আগে বুধবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসেহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মালিকের মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকার কার্ডিলজি বিভাগের অধ্যাপক। হার্ট ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা সেতু এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রখ্যাত এই চিকিৎসক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা। একইসঙ্গে দেশে হৃদরোগের আধুনিক চিকিৎসার অন্যতম পথিকৃৎ ছিলেন।
আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন