বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। সিলেট-২ আসনে দীর্ঘ ১০ বছর পর আবারো নৌকার প্রার্থী দেওয়া হয়েছে। তাই আমরা সবাই এক হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।
 

তিনি মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 

 

 

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে।
 

তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের সুসংগঠিত থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এক যোগে কাজ করতে হবে।
 

সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার জন্য সকলকে আহবান জানান তিনি।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, শাহ মোশাহিদ আলী, সদস্য ফিরোজ আলী।
 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামছু মিয়া, হিরণ মিয়া, আসাদুজ্জামান, সেলিম আহমদ, জুবেদুর রহমান, দপ্তর সম্পাদক শাহিদুর ইসলাম, মকদ্দুস আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আইন সম্পাদক গিয়াস উদ্দিন, ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রন চন্দ্র ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ খাওয়াত হোসেন, সহ দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য কাউন্সিলর ফজর আলী, প্যানেল মেয়র ও সদস্য রফিক হাসান, আনোয়ার আলী, জয়ন্ত আচার্য, মুকদ্দুস আলী, এডভোকেট আলমগীর হোসেন, আশিক আলী, শেখ বাবরুস মিয়া, শেখ আজাদ, তপন দাস, মিজানুর রহমান, এনামুল হক, সদস্য ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, আফরুজ বখত খুকন, ডা. শাহানুর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সুরাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
 

এছাড়াও উপস্থিত ছিলেন- লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক অরবিন্দু পাল, খাজানঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, অলংকার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজির আহমদ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিউল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক কবির আহমদ, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, মহব্বাত আলী জাহান, সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি প্রদীপ কুমার দে, বিশ্বনাথ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, লন্ডন ডটসেট আওয়ামী লীগের সভাপতি সেরাগ আলী, প্রভাষক আব্দুল হক, ৮টি ইউনিয়নের ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ, এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন