মৌলভীবাজারে ৮ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

 জিবিনিউজ 24 ডেস্ক //

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সব সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে মৌলভীবাজার পলিটেকনিক ও টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার পলিটকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জামির আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাব্বির আহমদ, নুরুল আহমদ, খোকন আহমদ, রিপন আহমদ ও ফাহমিদা আক্তার।  

মানববন্ধনে বক্তারা বলেন, পলিটেকনিকের সেশনজট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাতে-কলমে ক্লাস ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। সকল পর্বের ক্লাসের  ব্যবস্থা করা যদি অনলাইন ক্লাস করানো হয় সেক্ষেত্রে নেট বিল প্রদান করতে হবে। থিওরি পরীক্ষাগুলো অটোপাশ দিয়ে প্রেকটিক্যাল পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে নিতে হবে। পূর্ববর্তী সেমিস্টারের রেফার্ড পরীক্ষাগুলো বিবেচনায় এনে সবাইকে উত্তীর্ণ দিতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর ৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন