লেজেন্ডস ক্রিকেট লিগের ম্যাচে দ্বন্দ্বে জড়ান ভারতের সাবেক দুই ক্রিকেটার ইন্ডিয়া ক্যাপিটালসের ব্যাটার গৌতম গম্ভীর ও গুজরাট জায়ান্টসের বোলার শান্তাকুমারন শ্রীশান্ত। দুই ক্রিকেটারের দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়েছেন শ্রীশান্তের স্ত্রী ভুবনেশ্বরী। পরিবার ও শিক্ষা নিয়ে আক্রমণ করেছেন গম্ভীরকে।
শ্রীশান্তের একটি ওভারে পরপর চার এবং ছয় মারেন গম্ভীর।
তখন শ্রীশান্ত গম্ভীরের দিকে কড়া চোখে তাকান। পরের বলটি যায় ফিল্ডারের কাছে। তখন শ্রীশান্ত গম্ভীরকে কিছু একটা বলেন। পাল্টা জবাব দেন গম্ভীরও।
ঘটনা এখানে থেমে থাকেনি।
এরপর ইনস্টাগ্রামে শ্রীশান্ত শেয়ার করা একটি ভিডিওতে বলেন, ‘গম্ভীর এমন একজন, যে কোনো কারণ ছাড়াই সব সময় ঝগড়া করে। বীরু (শেবাগ) ভাইয়ের মতো বয়স্ক ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই হয়েছে।
কোনো কারণ ছাড়া আমাকে একটানা কিছু বলে যাচ্ছিল, যেটা খুব খারাপ।’
এরপর লাইভে এসে শ্রীশান্ত বলেন, ‘আমি আগে কিছু বলিনি। কোনো উসকানিও দিইনি। কিন্তু আমাকে বারবার বলতে লাগল, ফিক্সার, ফিক্সার, তুমি ম্যাচ ফিক্সার। আমার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে হাসছিল।
’
শ্রীশান্তের ইনস্টাগ্রামের সেই পোস্টে তার স্ত্রী ভুবনেশ্বরী গম্ভীরকে তোপ দেগে লিখেছেন, ‘আমি ভাবতে পারিনি যে শ্রীশান্তের সঙ্গে ভারতের জার্সিতে এত দিন খেলা একজন ক্রিকেটার এত নিচে নামতে পারবে। আমি অবাক। ক্রিকেট থেকে অবসরের এত বছর পরেও কিভাবে কেউ এ কথা বলতে পারে? আসলে, পরিবার ও শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ। এ ধরনের কথা বুঝিয়ে দেয় কে কোন পরিবেশে বড় হয়েছে। আমি খুব অবাক হয়েছি।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন