রাষ্ট্রপতি নির্বাচনের রিভিউ খারিজ, রিটকারী আইনজীবীকে দিতে হবে লাখ টাকা

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। সেই সঙ্গে আবেদনকারীকে মামলা পরিচালনার খরচ হিসেবে এক লাখ টাকা দেওয়ার আদেশও বহাল সর্বোচ্চ আদালত। 

আবেদনকারী আইনজীবী এম এ আজিজ খান আবেদনের পক্ষে নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

 

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপন স্থগিত চাওয়ার পাশাপশি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার বৈধতা প্রশ্ন রুল চাওয়া হয় রিটে। গত ১৫ মার্চ শুনানির পর হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

উচ্চ আদারতের আদেশে বলা হয়, ‘মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গত ১৩ মার্চ জারি করা প্রজ্ঞাপনে সংবিধান বা সংশ্লিষ্ট আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। ফলে রিট দুটি গ্রহণযোগ্য নয়। তাই সরাসরি খারিজ করা হলো।’

 

গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেওয়ার দিনে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশটি প্রকাশ করা হয়।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আইনজীবী এম এ আজিজ খান। সে আবেদনে ১৩ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের কার্যকারীতা স্থগিত চাওয়া হয়। শুনানির পর গত ১৮ মে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এই লিভটু আপিল খারিজের আদেশে আবেদনকারীকে মামলার খরচ হিসেবে এক লাখ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়। 

 

আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন আইনজীবী এম এ আজিজ খান।

শুনানির পর আবেদনটি খারিজ করার পাশাপাশি এক লাখ টাকা দেওয়ার আদেশটিও বহাল রাখেন সর্বোচ্চ আদালত। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন