পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা

gbn

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শরণার্থীশিবিরে শুক্রবার দেশটির বাহিনী ছয় ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় নিহতদের শনাক্ত না করে বলেছে, তারা তুবাসের কাছে আল-ফারা শরণার্থীশিবিরে ইসরায়েলি বুলেটের আঘাতে নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

 

অন্যদিকে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, তীব্র গুলি এবং বিস্ফোরণের মধ্যে ক্যাম্পে প্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। অঞ্চলটি ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বলেছে, পশ্চিম তীরের চারপাশে ইসরায়েলের একাধিক অভিযানে দুই কিশোরসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ অনুসারে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও বসতি স্থাপনকারীদের আক্রমণে অন্তত ২৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এ ছাড়া রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে জেনিন শহরে ইসরায়েলি অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০০৫ সাল থেকে পশ্চিম তীরে একক অভিযানে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

গাজা উপত্যকায় যুদ্ধের সূত্রপাত হয় হামাস যোদ্ধারা ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালালে।

ওই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছিল। জয়াবে ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি নিয়ে গাজায় যুদ্ধ শুরু করে। হামাস কর্তৃপক্ষের মতে, যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন