দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে শুরুর দিকে চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছিলেন, যে অস্ত্র আছে সেটি দিয়েই লড়বেন তিনি। বলেছিলেন, ‘যদি মিসাইল না থাকে, তাহলে তুমি কিভাবে লড়াই করবে? আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে।’ অর্থাৎ স্পিন শক্তিকে কাজে লাগিয়ে ঘরের মাঠে টেস্ট জয়ের বার্তা দিয়েছিলেন। সে পথ ধরেই হাঁটছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর সিরিজ ঘরে রাখতে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে যে উইকেটে খেলে বাংলাদেশ, সেখানে স্পিনারদের একচেটিয়া দাপট। এমন স্পিন স্বর্গেও কিনা হেরে যেতে হলো বাংলাদেশকে। নিজেদের ফাঁদেই যেন আটকে গেছে স্বাগতিকরা। বাংলাদেশের হারের পর তাই খোঁচা দিয়েছেন হার্শা ভোগলে।
ভারতের জনপ্রিয় এই ধারাভাষ্যকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা একটি পোস্টে লিখেছেন, ‘মাঝে মাঝে নিজের বোনা জালে মাকড়সা নিজেই আটকা পড়ে যায়।’
হার্শা মন্দ বলেননি। স্পিনবান্ধব উইকেট বানিয়েই বাংলাদেশ কিউই স্পিনারদের হাতে যুদ্ধের অস্ত্র তুলে দিয়েছে, এ কথা অস্বীকারের সুযোগ নেই!
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন