আসছে পঞ্চায়েতের তৃতীয় সিজন

ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার উপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীন জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজিন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে।

আসছে পঞ্চায়েত-এর তৃতীয় সিজন।

 

অভিনেত্রী নীনা গুপ্তা, যিনি পঞ্চায়েতের একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন, সম্প্রতি তৃতীয় সিজনের শুটিং শেষ করেছেন। তিনি শোয়ের কলাকুশলীদের সঙ্গে শো’টির শুটিং শেষে একটি পার্টি উদযাপন করেছেন। যেটির ভিডিও তিনি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

 

‘পঞ্চায়েত’-এ মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা। তৃতীয় সিজনের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে দেখা যাচ্ছে সিরিজটির তারকা ও কলাকুশরীদের সঙ্গে একটি কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নীনা। সিরিজটির অন্যান্য অভিনেতা রঘুবীর যাদব (ব্রিজ ভূষণ দুবে), চন্দন রায় (বিকাশ), সানভিকা (রিঙ্কি), ফয়সাল মালিককেও (প্রহ্লাদ পান্ডে) ভিডিওতে দেখা গেছে।

 

ভিডিওটি শেয়ার করে নীনা গুপ্তা লিখেছেন, ‘পঞ্চায়েতের ৩য় মৌসুমের শুটিং শেষ!’

 

নীনা গুপ্তার ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ‘পঞ্চায়েত’-এর অপেক্ষায় থাকা ভক্ত অনুরাগীরা একের পর এক মন্তব্য করে ভিডিওটিতে। সবাই নিজেদের প্রতীক্ষার কথা উল্লেখ করে জানায়, অবশেষে তাদের প্রতীক্ষা শেষ হবার পথে। নতুন সিজনের জন্য যেন আর তর সইছে না তাদের!

এদিকে  প্রাইম ভিডিও থেকে সিরিজটির তৃতীয় সিজনের দুটি ফার্স্টলুক পোস্টারও শেয়ার করা হয়েছে। একটি পোস্টারে সিরিজটির প্রধান অভিনেতা জিতেন্দ্র কুমারকে দেখা গেছে।

 

1

২০২০ সালে  অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ সিরিজটি। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় ২০২২ সালে এর দ্বিতীয় সিজন আসে। দ্বিতীয় সিজনটিও দুর্দান্ত সাড়া পায় দর্শকদের কাছ থেকে। গোয়ায় অনুষ্ঠিত ‘৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ইনঅগরাল শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার পায় সিরিজটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। পঞ্চায়েত সচিবের চরিত্রে তার অভিনয় সর্বাধিক প্রশংসা পায়। আরো রয়েছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায় ও সানভিকা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন