জয়ের মঞ্চটা আসলে সাজিয়ে দিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। জাপানকে মাত্র ৯৯ রানে গুটিয়ে দেন তাঁরা। ব্যাটারদের কাজটা ছিল শুধু বাকি আনুষ্ঠানিকতা সারা। সেই কাজটা তাঁরা করেছেন মাত্র ১১.২ ওভারে।
জাপানের দেওয়া লক্ষ্য ১ উইকেট হারিয়ে তাড়া করেছে বাংলাদেশ যুবারা। ৯ উইকেটের জয় যুব এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল বাংলাদেশ। জাপানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৭১ রানের ওপেনিং জুটি গড়েন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম।
জিশান ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করে আউট হন। তবে আরেক ওপেনার আশিকুর তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। ৪৫ বলে ৮ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন আশিকুর। ১০ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।
এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের সামনে দাঁড়াতেই পারল না জাপানের যুবারা। টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশ বোলারদের সামনে রানের জন্য সংগ্রাম করেছেন জাপানের ব্যাটাররা।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফ মৃধা। এই বাঁহাতি পেসার ৮ রানে ফেরান ওপেনার আদিত্য পাডকেকে।
তিনে নেমে সুবিধা করতে পারেননি জাপান অধিনায়ক কজি আবে। তাঁকে ফিরিয়েছেন রোহনাত দোলা বর্ষণ। একপর্যায়ে ৫৮ রানে ৬ উইকেট হারায় জাপান।
এখান থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন কেইফার লেক। দাঁতে দাঁত চেপে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন হুগো কেল্লি। ৩৫ বলে ৮ রান করা কেল্লিকে ফেরান শেখ পারভেজ জীবন। এরপর দ্রুতই গুটিয়ে যায় জাপান। ৯ নম্বর ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ৩৮ বলে ১৭ রান করেছেন কেইফার। বাংলাদেশ যুবাদের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম। বাকিরা সবাই একটি করে উইকেট নিয়েছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন