মিজান,সিলেট(বিশ্বনাথ)থেকে:: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৩০শে অক্টোবর)শুক্রবার বাদ জুম্মা ইউনিয়নের আন-নাসিহা যুব সংঘ ও সম্মিলিত ত্যেহিদী জনতার উদ্যোগে স্থানীয় খাজাঞ্চি রেলওয়ে স্টেশন মসজিদ বাজারে অনমাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামেয়া-ইসলামিয়া-আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার মুহাদ্দিছ মুফতি জহিরুর ইসলাম, মুফতি সাইফুর রহমান , খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানপীর লিয়াকত হোসেন, আলহাজ আনছার মাহমুদ গণি, মোহাম্মদ খলিল উল্লা, আন-নাসিহা যুব সংঘের সভাপতি আফসান মিয়া।বক্তারা বলেন, ফরাসির সকল পণ্য বর্জন করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম দেশ থেকে ঐসব পণ্য বর্জন করে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, জাবেদ মিয়া, আসিকুর রহমান, মাষ্টার মোহাম্মদ সুহেল, জাভেদ আলী, মাওলানা সাইফুর রহমান, মামুন মিয়া, আসাদ মিয়া প্রমুখ।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন