বৃষ্টির দাপটে প্রথম টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টির বাগড়া ছিল। শেষ পর্যন্ত অবশ্য খেলা হয়েছে। তাতে বৃষ্টি আইনে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে ভারত। বৃষ্টি আইনে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। ৭ বল হাতে রেখে লক্ষ্য পোঁছে যায় তারা।
ওপেনিং জুটিতে দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন রেজা হেনড্রিকস ও ম্যাথু ব্রিটজকে। মাত্র ২.৫ ওভারে ৪২ রান আসেন দুজনের জুটি থেকে।
ব্রিটজকে ১৬ রানে আউট হলে ওপেনিং জুটি ভাঙে। এরপর এইডেন মারক্রামের সঙ্গে হেন্ডরিকসের ৫৪ রানের জুটি।
মারক্রাম ১৭ বলে ৩০ রান করে আউট হয়েছেন। এরপর হাইনরিখ ক্লাসেন দ্রুত বিদায় নিলেও ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আন্দিলে ফেলুকায়োরা দক্ষিণ আফ্রিকাকে পথ হারাতে দেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রেজা হেনড্রিকস। মিলার ১৭, স্টাবস অপরাজিত ১৪ ও ফেলুকায়ো অপরাজিত ১০ রান করেছেন।
এর আগে ভারতকে বড় সংগ্রহ এনে দেন মূলত অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিংকু সিং।
সূর্যকুমার ৫৬ ও ৬৮ রানে অপরাজিত থাকেন রিংকু। ৫৫ রানে তিন উইকেট হারনোর পর চতুর্থ উইকেট জুটিতে দুজন যোগ করেন ৭০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোটজেৎ সর্বোচ্চ তিন উইকেট নেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন