এবার ভিকির সঙ্গে তৃপ্তির রোমান্স

মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। রণবীর কাপুরের পাশাপাশি এই মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন তৃপ্তি দিমরি। অ্যানিমেলে অভিনয়ের সুবাদে এই মুহূর্তে ন্যাশনাল ক্রাশের খেতাবও দেওয়া হচ্ছে তাকে। রণবীরের সঙ্গে দারুণ অনস্ক্রিন রসায়ন উপহার দিয়েছেন অভিনেত্রী।

তবে এবার ভিকি কৌশলের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে অভিনেত্রীকে।

 

অনলাইনে তৃপ্তি ও ভিকির রোমান্সের কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো যদিও দুজনের সিনেমার শুটিংয়ের, তবে এগুলো বেশ পুরনো। নতুন করে অনলাইনে ভাইরাল হয়েছে ছবিগুলো।

কারণ এই মুহূর্তে তৃপ্তিকে ঘিরে সবকিছুই অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

 

আনন্দ তিওয়ারি পরিচালিত একটি আসন্ন রোমান্টিক কমেডিতে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করতে চলেছেন তৃপ্তি দিমরি। ক্রোয়েশিয়ায় সিনেমাটির শুটিংয়ের পুরনো সেই ছবিগুলো এখন ইন্টারনেটে ঘুরছে। ‘মেরে মেহবুব মেরে সানাম’ নামক সিনেমায় প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশল।

ভিকি এবং ত্রিপ্তি ২০২২ সালে ক্রোয়েশিয়াতে ছিলেন যেখানে তারা সিনেমার জন্য একটি রোমান্টিক ট্র্যাক শ্যুট করেছিলেন।

 

ফাঁস হওয়া ছবিতে, তৃপ্তিকে ভিকির বুকের ওপর শুয়ে থাকতে দেখা যায় যখন তারা গানের জন্য শুট করছিলেন। অন্য একটি ছবিতে তৃপ্তিকে কোলে তুলে নিতে দেখা গেছে ভিকিকে। 

1

শুটিংয়ে ভিকি-তৃপ্তি

এই বছরের শুরুতে জানা গিয়েছিল যে, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি সিনেমাটির শুটিং শেষ করেছেন। ধর্ম প্রোডাকশন প্রযোজিত ‘মেরে মেহবুব মেরে সানাম’-এ অ্যামি ভির্ক এবং নেহা ধুপিয়াও মুখ্য ভূমিকায় রয়েছেন।

এর আগে নেহা ধুপিয়া সিনেমাটির শুটিং শেষ হওয়ার আপডেট জানিয়েছিলেন অনুরাগীদের। এটি পরিচালক আনন্দ এবং ভিকির একসঙ্গে করা দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৮ সালে পরিচালকের অভিষেক চলচ্চিত্র ‘লাভ পার স্কয়ার ফুট’-এ কাজ করেছিলেন ভিকি কৌশল।

 

ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ‘শ্যাম বাহাদুর’ চলচ্চিত্রে। তবে বক্স অফিসে অ্যানিমেলের সঙ্গে লড়াইয়ে পেরে না উঠলেও দর্শক সমালোচক মহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর। ভারতের ঐতিহাসিক ফিল্ড মার্শাল ‘শ্যাম বাহাদুর’-এর জীবনী থেকেই নির্মিত হয়েছে সিনেমাটি। শ্যাম হোরামশিজি প্রেমজি ‘শ্যাম বাহাদুর’ জামসেদজি মানেকশ পারস্য বংশোদ্ভূত একজন ভারতীয় সামরিক কর্মকর্তা। তিনি মূলত শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক জীবনে তার অর্জন অনেক। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। 

শ্যাম মানেকশ ভারতের মাত্র দুজন সামরিক কর্মকর্তার একজন, যারা সর্বোচ্চ সামরিক পদবি ফিল্ড মার্শাল অর্জন করেছেন। অন্যজন হলেন কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা। প্রায় চার দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এর মধ্যে মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন, যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল।

মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’-এর পর প্রথমবার একসঙ্গে দেখা গেল দুই অভিনেত্রীকে। ১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন