গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের জন্য টিকা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় আরো বলেছে, টিকার অভাব শিশুদের বিপর্যয়কর স্বাস্থ্যের দিকে ঠেলে দেবে। এতে বিভিন্ন রোগ ছড়াবে।
বিশেষ করে ছিটমহলজুড়ে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোক ভিড়ে রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
পাশাশি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাগুলোকে ‘প্রয়োজনীয় টিকা প্রদানে দ্রুত হস্তক্ষেপ করতে এবং বিপর্যয় রোধে গাজার সব এলাকায় তাদের আগমন নিশ্চিতের’ আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
গাজায় ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধের ফলে গাজা উপত্যকা সব ধরনের ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে ভুগছে। ইসরায়েল আকাশ ও স্থল থেকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে এবং অবরোধ আরোপ করেছে।
৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিশোধ হিসেবে স্থল আক্রমণ চালাচ্ছে তারা।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৮ হাজার ৪১২ ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজার ১০০ জন আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় সে দেশে নিহতের সংখ্যা প্রায় এক হাজার ২০০।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন