আগেই চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছিল বার্সেলোনা। অ্যান্টওয়ার্পের বিপক্ষে তাই যাচাই-বাছাইয়ের সুযোগ পেয়েছিলেন জাভি এর্নান্দেস। এতে শুরুর একাদশে ব্যাপক পরিবর্তন আনেন তিনি। তবে কোনো রকম ছাড় দেয়নি স্বাগতিক দল অ্যান্টওয়ার্প।
গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ হারের পর বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ক্লাবটি।
ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়েই শেষ ষোলোয় উঠেছে জাভি এর্নান্দেসের দল। গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেতৎস্ককে ৫-৩ গোলে হারিয়ে ১২ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে গ্রুপের রানার্সাআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পোর্তো।
আট পরিবর্তন নিয়ে খেলতে নেমে প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বার্সেলোনা।
অ্যান্টওয়ার্পকে এগিয়ে নেন আর্থুর ভেরমিরেন। এই গোলে বার্সার রক্ষণের ভুল চোখের পড়ার মতো ছিল। ম্যাচে পিছিয়ে পড়া বার্সা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে। ৩৫ মিনিটে পায় সমতা ফেরানো গোলটি।
লামিন ইয়ামালের পাস পেয়ে বল জালে পাঠান ফেরান তোরেস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ৫৬ মিনিটে আবারো পিছিয়ে পড়ে বার্সেলোনা। আল হাসান ইউসুফের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ইয়ানসেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দারুণ নাটকীয়তায় ম্যাচের ভাগ্য দুলতে থাকে পেন্ডুলামের মতো।
যোগ করা সময়ের প্রথম মিনিটেই ফ্রি কিক থেকে হেডে মার্ক গিউ সমতা ফেরান বার্সেলোনাকে। তবে পরের মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতোয়ারা করেন জর্জ লিনিখেনা। তাতে ৩-২ গোলের জয়ের আনন্দে মাতে অ্যান্টওয়ার্পের সমর্থকেরা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন