সুর্যকুমার যাদবের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল ভারত। তবে যেই লক্ষ্য তাড়া করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন। পাঁচ উইকেট নিয়ে একাই প্রোটিয়াদের ব্যাটিং স্তম্ভ গুড়িয়ে দিয়েছেন কুলদিভ যাদব। তাতে ১০৬ রানের বিশাল জয় পেয়েছে ভারত।
এতে ১-১ সমতায় শেষ হল টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গে বৃহস্পতিবার ৭ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় ভারত। দক্ষিণ আফ্রিকা ১৩.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেলেও দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে এরপর অধিনায়ক সুর্যকুমার ও জয়সওয়াল মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দুইজনে গড়েন ৭০ বলে ১১২ রানের জুটি। ৪১ বলে ৬০ রান করে ফেরেন জয়সওয়াল।
তবে এক প্রান্ত আগলে প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালাব সুর্যকুমার। ৭ চার ও ৮ ছক্কায় ৫৬ বলে করেন সেঞ্চুরি। ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সয়েলের চার সেঞ্চুরির কীর্তি ছুঁলেন যুর্যকুমার।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
পাঁচ উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটারদের ধসিয়ে দিয়েছেন কুলদিভ যাদব। ডেভিড মিলারের ২৫ বলে ৩৫ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই কমে শুধু দক্ষিণ আফ্রিকার। ৩৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
আগামী রবিবার শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর টেস্ট সিরিজও খেলবে দুই দল।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন